মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, কার্তুজসহ বাহার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এসময় পালিয়ে যায় আরো ৪ জন। বুধবার গভীর রাতে উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পূর্ব ইছাখালী বিলের মধ্যে সালা উদ্দিনের খামার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় একটি নম্বরবিহীন সিএনজিঅটোরিকশা জব্দ করা হয়। গ্রেফতার হওয়া বাহার উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রহমতাবাদ এলাকার আব্দুল মান্নানের বাড়ির নুর মোহাম্মদের ছেলে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাহারকে আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ডের আবেদন করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকার পূর্ব ইছাখালী এলাকায় সালা উদ্দিনের খামারের পাশে গ্রামীণ সড়ক এলাকা থেকে গ্রেফতার করা হয় বাহারকে। তার হাতব্যাগের ভেতরে একটি এলজি, একটি পাইপগান, একটি পিস্তলের ম্যাগাজিন, দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি নম্বরবিহীন অটোরিকশা।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিকশায় থাকা ৪ জন পালিয়ে গেছে। এই ঘটনায় গ্রেফতার হওয়া বাহারসহ পলাতক আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা (নং-১৫) করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
৪ সঙ্গী পালালেও এলজি-পাইপগান নিয়ে ধরা খেল বাহার
