৫০০ সেনা হত্যা করে ইউক্রেনের দুই অঞ্চল দখল করল রাশিয়া

রাশিয়ার সশস্ত্র বাহিনী দোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) পেত্রোভকা এবং ইলিনকা অঞ্চল মুক্ত করেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসব এলাকায় সংঘর্ষে ইউক্রেনের পাঁচ শতাধিক সেনা নিহত হয়েছেন।

রোববার (১ ডিসেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ বাহিনীর ব্যাটলগ্রুপ সাউথ ইলিনকা এবং ব্যাটলগ্রুপ সেন্টার পেত্রোভকা মুক্ত করেছে।

এছাড়া রুশ বাহিনী ইউক্রেনীয় সামরিক বিমানবন্দরের অবকাঠামো, ড্রোন অ্যাসেম্বলি স্থাপনা এবং অস্ত্রাগারেও হামলা চালিয়েছে।

 

বিবৃতিতে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের সামরিক বিমানবন্দর, ড্রোন তৈরির কারখানা এবং ১৩৬টি এলাকায় শত্রুর জনবল ও সরঞ্জামে আঘাত হেনেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এ নিয়ে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের ৬৪৯টি বিমান, ২৮৩টি হেলিকপ্টার, ৩৭,০১৩টি ড্রোন, ৫৮৬টি অ্যান্টি-এয়ারক্রাফ্ট মিসাইল সিস্টেম, ১৯,৫৭৭টি ট্যাংক এবং সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

ব্যাটলগ্রুপ ইস্ট ডিপিআরের ভেলিকায়া নোভোসেলকা, রাজলিভ এবং নোভি কোমার এলাকায় ইউক্রেনের ৩২তম মেকানাইজড ব্রিগেড এবং ২৪১তম টেরিটোরিয়াল ডিফেন্স ব্রিগেডকে পরাস্ত করেছে।

Exit mobile version