৬ বছর রিলেশন করে বিয়ে করেছি

আমি ব্যাক্তিগত জীবন নিয়ে অনেক বেশি মানসিক অশান্তিতে আছি

আমি একজন মেয়ে। আমি ব্যাক্তিগত জীবন নিয়ে অনেক বেশি মানসিক অশান্তিতে আছি।আমার হাসবেন্ড এবং আমি সমবয়সি। সেম ক্লাসে ছিলাম। ৬ বছর রিলেশন করে বিয়ে করেছি। যখন বিয়ে করেছি হাসবেন্ড টিউশনি করাতো। ফেমিলি রাজি ছিলো না। অনেক কষ্টে ফেমিলিকে রাজি করেছি। হাসবেন্ড ওর বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছিলো।

আমি অনেক মা^রও খেয়েছি তাও দুই জন দুই জন কে ছারতে পারি নাই। এখন বিয়ের ৬ বছর ৪ বছরের একটা বাচ্চা আছে। বিয়ের পর সব ঠিকই ছিলো বাচ্চা হওয়ার পর থেকে ওর অবহেলা বাড়তে থাকে। প্রতি রাতে লুকিয়ে লুকিয়ে মেসেঞ্জারে চ্যাট করতো। আমি কথা বলতে চাইলে বলতো আমি এখন ক্লান্ত। তাই আমি আর কিছু বলতাম না। এরপর আমার সন্দেহ হতে থাকে। হঠাৎ একদিন চেক করে জানতে পারলাম স্টুডেন্ট এর সাথে ওর সম্পর্ক আছে।

মেয়েটার সাথে অনেক গভির সম্পর্ক, আনসেন্সোর্ড কথা বার্তা। এগুলা দেখার পর আমি মানসিক ভাবে ভেংগে পরি। ওর সাথে অনেক ঝগড়া হয়। এরপর আমাকে বললো এখন তার সাথে আর কোন সম্পর্ক নেই। সে আমাকেই ভালোবাসে। আমার সাথেই সুখে থাকতে চায়। আর সেই স্টুডেন্ট ও ৭বছরের বিবাহিত। আমি সব মেনে ও নেই। কিন্তু এখনো মোবাইল চেক করে দেখি এখনও ওই মেয়েকে বুকে নিয়ে ছবি তোলা। এছাড়াও আরো মেয়ে স্টুডেন্ট দের সাথে ছবি।

এখনো প্রতি রাতে স্টুডেন্ট দের সাথে আমার সামনে চ্যাটিং করে লুকিয়ে লুকিয়ে। প্রায় প্রতি রাতে কান্না করি এগুলা বাদ দিতে বলি, বাট ছাড়ে না। আবার নিজের কসম খেয়ে বলে আমাকেই ভালোবাসে আমাকে নিয়েই থাকতে চায়। আমি মাঝে মাঝে লুকিয়ে মেসেজ চেক করে দেখি অন্য স্টুডেন্ট দের সাথে ও প্রেমিক এর মতো ই কথা বলে। এখন এগুলা দেখতে দেখতে আমার মানসিক অবস্থা ঠিক নেই।

কোন কাজেই মন বসেনা। আমি নাকি ওর লাইফটা টক্সিক বানায়া ফেলসি। সে আবার ৫ ওয়াক্ত নামাজও পরে, হাদিস শুনে। আল্লাহ কে ভয় ও করে। কিন্তু আমি ওরে বুঝাইতে পারতাছি না যে এগুলাতে আমি কত কষ্ট পাচ্ছি। এগুলা বাদ দিলেই আমরা সুখে থাকতে পারব😔😔 কি করব ?

সানজিদা

Exit mobile version