সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের রাজধানী থিম্পুর উচ্চতা প্রায় ৮ হাজার ফুট। এই উচ্চতা নিয়ে শঙ্কা ছিল বাংলাদেশ দলের। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রায় এক সপ্তাহ আগে ভুটান গেলেও উচ্চতার কারণে জামাল-তপুদের যে সমস্যা হচ্ছিল, সেটি শোনা যাচ্ছিল।
বৃহস্থতিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উচ্চতার সমস্যা ভোগাল বাংলাদেশ দলকে। তবে কোচ হাভিয়ের কাবরেরা ধন্যবাদ দেবেন ভুটানের গোলকিপার শেরিন ধেনদুপকে। ৬ মিনিটে রাকিব হোসেনের ক্রস তিনি ঠিকমতো গ্রিপে নিতে পারেননি, সেই সুযোগটিই কাজে লাগিয়েছেন শেখ মোরসালিন। ওই একমাত্র গোলেই জিতল ম্যাচের পুরো সময় হাঁসফাঁস কাটানো বাংলাদেশ দল।
ভুটানের বিপক্ষে থিম্পুতে এটি বাংলাদেশের প্রথম জয়। ২০১৬ সালের ১০ অক্টোবর থিম্পুর চাংলিমিথাংয়ে আন্তর্জাতিক ফুটবলে ভুটানের কাছে প্রথম হেরেছিল বাংলাদেশ। সেই হার বাংলাদেশের ফুটবলকে নাড়িয়ে দিয়েছিল। তারপর বাংলাদেশ প্রায় আড়াই বছর আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেনি।
পরবর্তীতে ভুটানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে চাংলিমিথাংয়ে আর খেলা হয়নি দুই দলের। যে কারণে দীর্ঘ ৮ বছর ধরে প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় ছিল বাংলাদেশ। এবার সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ পায় বাংলাদেশ। সুযোগ বেশভালোভাবে কাজে লাগায় মোরসালিনরা।
গত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৩-১ গোলে ভুটানকে হারিয়েছিল বাংলাদেশ। তবে ম্যাচটি হয়েছিল ভারতের বেঙ্গালুরুতে।
ডান প্রান্তের কর্নার ফ্লাগ থেকে ক্রস নিয়েছিলেন রাকিব হোসেন। ভুটানিজ গোলরক্ষক ফিস্ট করতে চেয়েছিলেন। তবে ঠিকঠাক হয়নি। সামনে দাঁড়ানো মোরসালিনের পায়ে বল লেগে আবার ভুটানি গোলরক্ষকের গায়ে লাগে। মোরসালিনের সামনে তখন ফাঁকা পোস্ট। ডান পায়ের টোকায় তিনি বল ঠেলে দেন জালে।
২০ মিনিটে ম্যাচে সমতা আনার সুযোগ এসেছিল স্বাগতিকদের সামনে। কর্নার থেকে জেলসেনের হেড পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। বাকি সময়ে আর গোল হয়নি, ১-০ ব্যবধানে এগিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও গোল হয়নি। বাংলাদেশ ব্যবধান বাড়াতে পারেনি, ভুটানও ম্যাচে ফিরতে পারেনি। বলতে গেলে নিস্প্রাণ একটি ম্যাচই দেখেছে থিম্পুর দর্শকরা। দুই দেশের দ্বিতীয় ও শেষ ম্যাচ ৮ সেপ্টেম্বর।