আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মতবিনিময় সভায়

আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মতবিনিময় সভায়

মাদ্রাসা শিক্ষা ও প্রচলিত শিক্ষার চলমান বৈষম্য দূরীকরণে সকলের ঐকান্তিক প্রয়াস প্রয়োজন

মোঃ নুর ইসলাম ॥ নৈতিক জ্ঞান নির্ভর জাতি গঠনে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই। সমাজে ভালো কাজের নৈতিক জ্ঞান নির্ভর জাতি গঠনে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই। সমাজে ভালো কাজের আলোক মশাল বহন করে যায় আলেম-ওলামা তথা মাদ্রাসা শিক্ষিত মানুষেরা। এজন্য আমাদের সন্তানদের সঠিকভাবে গঠন করতে হলে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করতে হবে। বিভিন্নভাবে অবহেলিত ও বৈষম্যের শিকার এ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যথাযথ গুরুত্ব প্রদান করতে হবে। মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত সকলকে আরও আন্তরিক হতে হবে। আমাদের সন্তানেরা এবং অভিভাবকেরা যাতে মাদ্রাসা শিক্ষার প্রতি আগ্রহী হয়, এজন্য দল-মত নির্বিশেষে সকলের ঐকান্তিক প্রয়াস প্রয়োজন।
১২ নভেম্বর’২০২৪ মঙ্গলবার সন্ধ্য সাড়ে ৭টায় দিনাজপুর আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আয়োজিত দিনাজপুর সদর উপজেলার সকল মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারিনটেনডেন্টগণকে নিয়ে “মাদ্রাসা শিক্ষার প্রতি জনমানুষের আগ্রহ বৃদ্ধি” শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল সাদাকাত আলী খানের সভাপতিত্বে সভায় মুল বক্তব্য উপস্থাপন করেন আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক কামরুল হাসান রাসেল ও মাদ্রাসার উপদেষ্টা সিরাজুস সালেহীন। মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল শামীম হোসেনের সঞ্চালনায় এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর নুরজাহান কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ.স.ম. আব্দুল মুঈদ, দিনাজপুর বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ (চলতি দায়িত্ব) মাওলানা রফিকুল ইসলাম চৌধুরী, চেরাডাঙ্গী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুতফর রহমান, আটোর মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র প্রভাষক মাওলানা তহুবার রহমান, ছানাপীর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ শহিদুল ইসলাম, গাওসিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আবুল হোসাইন, কুতইড় আলহাজ্ব পিয়ার মোহাম্মদ সরকার দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আজিজুর রহমান, মহব্বতপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মিজানুর রহমান, খানপুর বাজার দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ আজগার আলী, ৯নং আস্করপুর মনসুর চৌধুরী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মনসুর আলী, কাশিমপুর দারুস সালাম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা নুরুজ্জামান, দাইনুর ইসলামিয়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা রিয়াজুল ইসলাম, মহিষকোঠা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল হালিম, দক্ষিণ দূর্গাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ নাজমুল হক, চকদেওতৈড় দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আনোয়ার হোসেন, দাঁড়াইল দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা ফয়জার রহমান, সুইহারী মাঝাডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা জামিল উদ্দীন, দিঘন দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মজিবর রহমান, রামাজীবনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মোঃ সায়ীদুল ইসলাম, কাশিমপুর দারুস সালাম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শওকত আলী প্রমুখ। সভায় সকল মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারিনটেনডেন্টগণ শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষা ও প্রচলিত শিক্ষার চলমান বৈষম্য দূরীকরণে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশিষ্টদের প্রতি জোর আহবান জানান।

 

Exit mobile version