প্রেস বিজ্ঞপ্তি
কবি আবদুল হাই শিকদারের
৬৯ তম জন্মদিন ১ জানুয়ারি
বাংলাভাষার অন্যতম প্রধান কবি, ফ্যাসিবাদবিরোধী প্রধান কবিকণ্ঠ, কলামিস্ট, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক, অধ্যাপক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি (ডিইউজে) কবি আবদুল হাই শিকদারের ৬৯ তম জন্মদিন আজ। ১৯৫৭ সালের ১ জানুয়ারি তিনি কুড়িগ্রামে জেলার ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর তীরে গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কৃষিবিদ বাবা ওয়াজেদ আলী এবং মা হালিমা খাতুন দু’জনই ছিলেন মজলুম জননেতা মওলানা ভাসানীর ছাত্র। কবিতা, কলাম, গল্প, শিশু সাহিত্য, গবেষণা, সম্পাদনা, সাংবাদিকতাসহ সাহিত্যের সব শাখাতেই আবদুল হাই শিকদার রেখেছেন তাঁর অসামান্য প্রতিভার স্বাক্ষর। এ যাবত তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা প্রায় একশত চল্লিশটি।