মো: ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি ॥ “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দিনাজপুর এর আয়োজনে “জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫” উদযাপন করা হয়েছে।
উক্ত কর্মসূচীর মধ্যে ছিলো ১০ মার্চ-২০২৫ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের বর্ণাঢ্য র্যালী। দিনাজপুর বড় মাঠে আলোচনা সভা এবং ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম ও জেলা পুলিশ সুপার এর প্রতিনিধি পুলিশ ইন্সপেক্টর পরিমল চক্রবর্তী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মোঃ বজলুর রশিদ, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ওবায়দুল হক। উক্ত অনুষ্ঠানে জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তার কার্যালয়, বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, দিনাজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যবৃন্দ, রোভার স্কাউটবৃন্দ অংশ নেন।
দ্বিতীয় পর্বে ফায়ার সার্ভিল ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে এক মনোমুগ্ধকর ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া প্রদর্শন করা হয়। ইভেন্ট সমূহের মধ্যে ছিল ড্র্রাম ও গ্যাস সিলিন্ডারের আগুন, ভূমিকম্পের দৃশপট, সড়ক দূর্ঘটনা, কুঁড়েঘরের আগুন, গাছের ডালে পাগল উদ্ধার, বৃত্তের আগুন, নজেল ডিসপ্লে, ফাস্ট এইড।
উলিপুরে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম...