মাওলানা মুহাম্মদ শাহজাহান-এর মায়ের ইন্তিকালে শ্রমিক কল্যাণের শোকবার্তা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ শাহজাহান-এর মমতাময়ী মা মুহতারামা কুলসুমা বেগম (৮২)-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি) ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।

আজ এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরহুমার ভুলত্রæটি ক্ষমা প্রার্থনা করেন এবং নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করার জন্য কায়মনোবাক্যে দোয়া করেন। একই সাথে মরহুমার স্বজনদের শোক কাটিয়ে ধৈর্য ধারন করার শক্তি দান করার জন্য দোয়া করেন।

উল্লেখ্য মরহুমা কুলসুমা বেগম আজ দুপুর ২ টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। তিনি ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাযা নামাজ আগামীকাল সকাল ১১ টায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজা পালং মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।

Exit mobile version