মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতের অগ্নিকা-ে দোকান পুড়ে গেছে, নিঃস্ব হয়ে গেছেন দোকান মালিক। ওই দোকান মালিকের নাম দিদারুল আলম। কোয়ালিটি টেইলার্স নামে তার দোকানটি পুড়ে ৫ লক্ষ টাকামূল্যের সেলাই মেশিন ও বেশকিছু কাপড় মুহুর্র্তেই পুড়ে ছাই হয়ে যায়। রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজারে সোলাইমান মার্কেটের দ্বিতীয় তলায় এই অগ্নিকা-ের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাতে হঠাৎ করে দিদারুল আলমের কোয়ালিটি টেইলার্সে আগুন লাগে। এরপর বাজার মসজিদের মাইকে আগুন লাগার খবর প্রচার করলে স্থানীয়রা দ্রুত এসে জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা ও মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষনে দোকান পুড়ে ছাই হয়ে যায়।
কোয়ালিটি টেইলার্সের মালিক দিদারুল আলম বলেন, আমার দীর্ঘদিনের প্রচেষ্টায় গড়ে তোলা স্বপ্নের প্রতিষ্ঠান মুহুর্র্তেই পুড়ে ছাই হয়ে গেছে। প্রতিদিনের মতো রবিবার রাত ৮ টায় দোকান বন্ধ করে বাড়িতে যাই। বিদ্যুৎ লাইনের সবকিছু চেক করে দোকান বন্ধ করি। কিভাবে আগুন লাগলো কোনভাবেই বুঝতেছিনা। এখন আমার পথে বসার মতো অবস্থা হয়ে গেছে। অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠান দাঁড় করছি।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, মিঠাছরা বাজারের কোয়ালিটি টেইলার্সের দোকানে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আন্তর্জাতিক আইন লঙ্ঘন দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দিলো বিএসএফ
লালমনিরহাট: পাটগ্রাম উপজেলার দহগ্রামে সীমান্তের শূন্যরেখার মধ্যে আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে বিএসএফ...