দিনাজপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি আয়শা খানমের ৫ম প্রয়াণ দিবস পালিত।
বৃহস্পতিবার (০২ জানুয়ারী-২০২৫) সকাল সাড়ে ১১ টায় জেলা কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি আয়শা খানমের ৫ম প্রয়াণ দিবস উপলক্ষ্যে স্মরণ সভায় বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম-এর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সম্মানিত সদস্য কানিজ রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আকতার, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, সদস্য রেহেনা বেগম, সিবানী উড়াও প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, নারীর অধিকার আদায়ে আয়শা খানমের ভূমিকা অবিস্মরণীয়। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তিনি অধিকারবঞ্চিত নারীদের অধিকার আদায়ে সর্বদা নিয়োজিত ছিলেন। আয়শা খানম বিশ্বাস করতেন, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা ক্রমাগত নারীকে পিছিয়ে থাকতে বাধ্য করে। নারীকে পেছন থেকে টেনে না ধরলে সে নিজ দক্ষতঅয সব জায়গার তার পদচারণা নিশ্চিত করতে পারে। নারী অধিকার আন্দোলনের অগ্রণী নেত্রী আয়শা খানম অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, নারী-পুরুষের সমতাভিত্তিক, সমাজ ও রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়নের কাজ করেছেন। বক্তারা আরও বলেন, ১৯৬২ সালে বিতর্কিত হামিদুর রহমান শিক্ষা কমিশন বাতিলের দাবিতে ছাত্র আন্দোলনে যুক্ত হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে পা রাখেন আয়শা খানম। মুক্তিযুদ্ধের সময় ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি হিসেবে স্বাধীনতার পক্ষে ঢাকায় শিক্ষার্থীদের সংগঠিত করার কাজ করেন নিরলসভাবে।
স্মরণ সভার শুরুতেই বাংলাদেশ মহিলা পরিষদের প্রাক্তন সভাপতি আয়শা খানমের ৫ম প্রয়াণ দিবস উপলক্ষ্যে আয়শা খানমের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এরপর এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। শেষে নারীবাদী নকশিকাঁথায় সকলকে অংশগ্রহণ করার আহবান জানান।
স্মরণ সভা শেষে অপর্ণা চক্রবর্তী কর্তৃক অনুদানকৃত বই জেলা কমিটির নেতৃবৃন্দের কাছে আয়শা খানম পাঠাগারের জন্য প্রদান করেন।##