শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইএমএফের চাপে কর বাড়াতে পারে না সরকার। সরকারকে দেখতে হবে মানুষের পেটে ক্ষুধা আছে কি না, মানুষ ঠিকমতো খেতে পারছে কি না। এটিই হচ্ছে ড. ইউনূস সরকারের দায়িত্ব। অথচ করের ওপর কর বাড়িয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার। গতকাল ঢাকার দোহারে জয়পাড়া কলেজে নবীনবরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত হয়ে তাঁর মতো ভয়ংকর খুনি ও মহাচোর কে আশ্রয় দিয়েছে। রুহুল কবির রিজভী বলেন, ‘পার্শ্ববর্তী ভারত শেখ হাসিনার প্রিয় দেশ ছিল। তিনি বলেছিলেন, ‘আমি যা দিয়েছি ভারত চিরদিন তা মনে রাখবে’।
শুধু হত্যার বিচার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও এই দেশে করতে হবে বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে ঢাকার দোহারের জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজভী আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ২৮শ কোটি টাকা লুটপাট করেছেন। এই টাকা সব জনগণের টাকা। তিনি বলেন, যেখানে শেখ হাসিনার দুটি পাসপোর্ট বাতিল করা হয়েছে, সেখানে ভারত নতুন করে খুনি শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে বাংলাদেশের মানুষকে হতাশ করেছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি বলেন, গত ১৭ বছর দেশের মানুষ শান্তিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কোনো মিছিল মিটিং করতে পারেনি। আজ দেশ স্বাধীন হয়েছে,তাই বর্তমান সরকার সময় বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন। গণতান্ত্রিক সরকার দেশে বাকি সংস্কার করবে।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সংগীত শিল্পী বেবী নাজনীন বলেন, শহিদ জিয়া একজন আদর্শবান মানুষ ছিলেন। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশের মানুষকে উজ্জীবিত করেছেন। আজ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আবারও নতুন বাংলাদেশ গঠন হবে।
জয়পাড়া বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুব দলের সহ-সভাপতি আবুল হাসেম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।