অমর ডি কস্তা, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘বনপাড়া কলেজ’ এর মূল ফটক থেকে নাটোর—পাবনা মহাসড়কের সংযোগ পর্যন্ত ৫০ মিটার সড়ক অবমুক্তকরণের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে উপজেলা কমপ্লেক্স এর সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের কাছে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, বনপাড়া কলেজের প্রাক্তন ছাত্র ও পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব সরদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান মেমন, সাবেক ছাত্রদল নেতা মাসুম মোল্লা, বর্তমান শিক্ষার্থী প্রতিনিধি নাজিম হোসেন ও মোহাম্মদ রাব্বী সহ অন্যান্য শিক্ষার্থীরা।
কলেজের ছাত্র—ছাত্রীদের পক্ষে প্রাক্তন ছাত্র আসাদুজ্জামান আসাদ—এর স্বাক্ষরিত ও কলেজের অধ্যক্ষ মোছা. কোহিনূর খাতুন কর্তৃক সুপারিশকৃত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, উপজেলার প্রাণকেন্দ্রে বনপাড়া কলেজটি ১৯৮৬ সালে স্থাপিত হয়। তখন কলেজের মূল গেট থেকে নাটোর—পাবনা মহাসড়কের শহরের প্রধান সড়ক পর্যন্ত একটি নিজস্ব রাস্তা ছিলো। বিগত ফ্যাসিবাদ সরকারের দোসররা ঈর্ষান্বিত হয়ে নিজেদের স্বার্থ সংরক্ষণের অপকৌশল হিসেবে রাস্তাটি বন্ধ করে অপরিকল্পিতভাবে একটি ভবন নির্মাণ করে। ফলে শিক্ষক—ছাত্র—ছাত্রী—অভিভাবকদের কলেজে প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ কারণে কলেজটি ধীরে ধীরে তার ঐতিহ্য হারাতে বসেছে। এই সড়ক অবমুক্ত করে কলেজের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায় শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।
#
মিরসরাইয়ে বিএনপি-যুবদল অনুসারীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবকদল নেতা নিহত, মামলা দায়ের; গ্রেফতার ৪
ছবি সংযুক্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্টেডিয়ামে চলছে মাসব্যাপী বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির ব্যানারে শিল্প ও বাণিজ্য...