শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক র্যালী পৌর এলাকা প্রদক্ষিণ করে। পরে শহীদ হাফিজার রহমান মিলনায়তে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিউটী বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জাফরিন রহমান, একাডেমিক সুপার ভাইজার পদ্মা রানী, কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটার হেলাল উদ্দিন প্রমূখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৩৬ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক
নাটোর: নাটোরের সিংড়ায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের কাছ থেকে ৩৬ লাখ ৯৪ হাজার...