জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের খান মারা গেছেন। যিনি আওয়ামী লীগের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড নিয়ে কারাবন্দি ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কাদের খানের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল কাদের খান (৬৯) গত ১৪ অক্টোবর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই রোববার সকালে তার মৃত্যু হয়।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়, তার দুই চোখে গ্লুকোমার চিকিৎসা চলছিল। আর হাসপাতালের মৃত্যু সনদ অনুযায়ী, হৃদরোগের কারণে তার মৃত্যু হয়েছে।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাস্টারপাড়ায় নিজ বাড়িতে এমপি লিটনকে গুলিতে হত্যা করা হয়। এই ঘটনায় অজ্ঞাত পাঁচ-ছয়জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন লিটনের বড় বোন ফাহমিদা কাকলী।
তদন্ত শেষে কাদেরসহ আটজনের বিরুদ্ধে ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
অভিযোগপত্রে বলা হয়েছিল, ২০১৫ সালের শেষ দিকে এমপি লিটনকে হত্যার পরিকল্পনা করেন আব্দুল কাদের খান। লিটনকে সরিয়ে ভোটের রাজনীতির পথ সুগম করতেই এমন চক্রান্ত করেন তিনি। এজন্য ভাড়াটে খুনিদের ১০ লাখ টাকা দেন কাদের খান।