তুরস্কের বোলুতে একটি স্কি রিসোর্ট হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জনের প্রাণ গেছে। এতে আহত হয়েছেন অন্তত ৫১ জন। কর্মকর্তারা এমনটি জানিয়েছেন বলে খবরে জানিয়েছে বিবিসি।
গ্র্যান্ড কার্তাল নামে ১২তলা আবাসিক হোটেলে ভোররাত সাড়ে তিনটার দিকে আগুন লাগে। হোটেলটিতে ২৩৪ জন অতিথি ছিলেন। এই সময়ে হোটেলটিতে অতিথিদের আনাগোনা বেশি থাকে।
তুরস্কের গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনেকে জানালা থেকে বিছানার চাদর বা কাপড় ঝুলিয়ে ভবনের আগুন থেকে পালানোর চেষ্টা করছেন।
বোলু গভর্নর আবদুল্লাআজিজ আয়দিন জানান, প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, চারতলায় হোটেলের রেস্তোরা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। পরে সেটি ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।