রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুর বিভাগে জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো অ্যাম্বুলেন্স সংকটে পড়েছে। বিভাগের আট জেলা ও উপজেলার ৫৮টি হাসপাতালে ১৩৬টি অ্যাম্বুলেন্সের মধ্যে ৫১টি অ্যাম্বুলেন্স দীর্ঘ দিন ধরে বিকল অবস্থায় রয়েছে। এতে করে অসহায় হয়ে পড়েছে রোগী ও তার স্বজনরা। তাদের চিকিৎসার সিংহভাগ খরচ চলে যায় অ্যাম্বুলেন্সের ভাড়া দিতে। ফলে লক্করঝক্কর অ্যাম্বুলেন্স ব্যবহার করতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। রংপুর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, রংপুর বিভাগে আট জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে ১৩৬টি। এর মধ্যে সচল ৮৫টি ও অচল ৫১টি। অচল অ্যাম্বুলেন্সগুলোর মধ্যে মেরামত যোগ্য ৩৬টি ও অকেজো ১৫টি। তবে নতুন করে অ্যাম্বুলেন্স বরাদ্দের সম্ভবনা নেই বলে একটি কর্মকর্তা জানান। বিভাগে আট জেলা হাসপাতাল ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে ৫০টি। নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ না থাকায় রোগীদের উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বেসরকারি অ্যাম্বুলেন্সের উপর নির্ভর করতে হয়। এতে তাদের চিকিৎসার ব্যয় ভার বাড়ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বলেন, বিকল অ্যাম্বুলেন্সগুলো সচল করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে রোগীরা চিকিৎসা সেবা নিতে আসে। তাদের নির্ভর করতে হয় বেসরকারি এম্বুলেন্সে। রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ৪টি অ্যাম্বুলেন্সের ২টি অকেজো। নেই কোনো লাশবাহী অ্যাম্বুলেন্স। ফলে রোগীর স্বজনগণ বেসরকারি অ্যাম্বুলেন্স সেবা বেচে নিতে বাধ্য হচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে বাণিজ্য করছেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকরা। তারা ইচ্ছে মতো ভাড়া আদায় করছেন রোগীর স্বজনদের কাছ থেকে। এতে করে অসহায় রোগীরা অর্থের অভাবে সেবা নিতে পাচ্ছে না। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪টি অ্যাম্বুলেন্স রয়েছে। এর মধ্যে ২টি সচল আর ২টি অচল। এছাড়া আইসিইউ একটি অ্যাম্বুলেন্স রয়েছে। অচল অ্যাম্বুলেন্স দুইটি সচল করার জন্য কাজ করা হচ্ছে। হাসপাতালের স্বাস্থ্যসেবা কীভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হারুন অর রশীদ বলেন, নতুন করে অ্যাম্বুলেন্স বরাদ্দের সম্ভবনা নেই। অচল অ্যাম্বুলেন্সগুলো মেরামত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করা হচ্ছে আগামী দুই মাসের মধ্যে অচল কিছু অ্যাম্বুলেন্স চালু করা যাবে।
৬ মাস মর্গে পড়ে থাকার পর পরিচয় মিললো শহীদ হাসানের
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে জুলাই-আগস্টের আন্দোলনে নিহত নারীসহ সাতজনের মরদেহ। তাদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। ৫ আগস্ট...