ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে জুলাই-আগস্টের আন্দোলনে নিহত নারীসহ সাতজনের মরদেহ। তাদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। ৫ আগস্ট নিহত মো. হাসান (১৯) গুলিস্তানে কাপ্তানবাজার এলাকায় একটি দোকানের কর্মচারী ছিলেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নিহত হাসানের বাবা মনির হোসেন বলেন, আমার ছেলে গুলিস্তান কাপ্তানবাজার এলাকার একটি দোকানে কাজ করতো। ৫ তারিখের পর থেকে আমার ছেলের কোনো খবর পাইনি। আমরা ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছ থেকে জানতে পারি, লাশগুলো ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। পরে জানুয়ারি মাসের ১ তারিখ ঢাকা মেডিকেলের মর্গে এসে আমার ছেলের লাশ শনাক্ত করি।
তিনি বলেন, আমার এবং আমার স্ত্রী গোলেনুর বেগমের ডিএনএ দিয়ে গেলে এক মাস একদিন পরে তারা আমাদের দেয়। আজ আমরা মর্গে আসি আমার ছেলের মরদেহ নেওয়ার জন্য।
তিনি আরও বলেন, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শহীদ মিনারে নিয়ে জানাজা পড়বে। এরপর আমরা গ্রামের বাড়ি নিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করবো।
মনির হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি ভোলা সদরে।