স্বদেশ কুমার মন্ডল, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – ফিলিস্তীনে বর্বর ইসরাইলী হামলা ও ভারতের নাগপুরে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে সর্বস্তরের সাধারণ মানুষকে নিয়ে ওলামা মাশায়েখ, ছাত্র ও তাওহীদি মুসলিম জনতার আয়োজনে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতীব শায়খুল হাদীস মুফতী মনিরুল ইসলাম জমিরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি প্রভাষক মুহাম্মাদ দেলোয়ার হোসেন, পত্নীতলা থানা জামে মসজিদের ইমাম ও খতীব এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মুফতী আনোয়ার হোসেন, সরদারপাড়া বাইপাস জামে মসজিদের খতীব মাওলানা মোকলেছুর রহমান, ইমাম মাওলানা রবিউল ইসলাম, নজিপুর কওমী মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু বকর, পলিপাড়া জামে মসজিদের ক্বারী ফজলুর রহমান সহ অন্যান্য আলেমগন প্রমূখ।
এর আগে বৃহস্পতিবার বিকেলে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় ফিলিস্তীনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়ণের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ পত্নীতলা শাখার আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
Post Views: 23
Like this:
Like Loading...
Related