সাবেক অর্থমন্ত্রী, অর্থনীতিবিদ, লেখক ও ভাষাসৈনিক আবুল মাল আবদুল মুহিতকে বাবা-মায়ের কবরের পাশে শেষশয্যায় শায়িত করা হয়েছে।
রোববার (১ মে) বিকেল পৌনে ৩টায় নগরের রায়নগর পূর্ব পুরুষের বাড়িতে (ডেপুটি বাড়ি) নেওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে বাবা মরহুম অ্যাডভোকেট আবু আহমদ আব্দুল হাফিজ এবং মা সৈয়দ শাহার বানু চৌধুরীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এ সময় পরিবারের লোকজনসহ, প্রশাসন, আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর সোয়া ২টায় সিলেটের ঐতিহ্যবাহী আলীয়া মাদরাসা মাঠে তাঁর জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নিতে আসা মানুষের উপস্থিতিতে মাদরাসার বিশাল মাঠ লোকারণ্য হয়ে উঠে। জানাজায় ইমামতি করেন সিলেটের খ্যাতিমান আলিম আল্লামা মুহিবুল হক গাছবাড়ি। পরে দোয়া অনুষ্ঠিত হয়।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য দেন আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই, পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, সিলেট-২ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, সিলেট কেন্দ্রীয় আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ প্রমুখ।
এর আগে সিলেটের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল মাল আবদুল মুহিতের মরদেহ আনা হয়। তাকে বহনকারী ফ্রিজারভ্যান শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছালে এক শোকাবহ পরিস্থিতি তৈরি হয়।