আলমগীর হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শ্রমিকলীগের লক্ষ্মীপুর জেলা শাখা কমিটির বর্ধিত সভা (২০ মে) শুক্রবার রাতে জেলা শ্রমিকলীগের আয়োজনে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । বর্ধিত সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শ্রমিকলীগের আহ্বায়ক মো. ইউসুফ পাটওয়ারী, সঞ্চালনা করেন সদস্য সচিব মো. বেল্লাল হোসেন ক্বারি । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দীন । বর্ধিত সভা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকলীগের নেতা হানিফ মিয়া, যুগ্ন-আহ্বায়ক মোশারফ হোসেন রাসেল, জিএস আরমান, আলমগীর চৌধুরী, আনোয়ার হোসেন কিরণ, আবু সিদ্দিক মুন্না, সদর থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী, চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন-আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, বেটারী চালিত অটোরিকশা সমিতির লক্ষ্মীপুর জেলার সভাপতি মোঃ মিজান, সাধারণ সম্পাদক মো: সাদ্দাম হোসেনসহ প্রমূখ। এ সময় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফায়েল আহমেদ বলেন ৫ জুন থেকে ২০ জুন পযন্ত থানা এবং পৌর সম্মেলন শেষ করতে হবে এর পর জেলা সম্মেলন শেষ করতে হবে বলে নেতাকর্মীদেরকে নির্দেশ দেন। দীর্ঘ ১৬ বছর পর জাতীয় শ্রমিকলীগের লক্ষ্মীপুর জেলা শাখার সম্মেলন হইতে যাচ্ছে আগামী জুন মাসের মধ্যে খসড়া চূড়ান্ত।
পলাশবাড়ীতে মাদক সেবনের সময় যুবলীগ নেতাসহ ৩ জনের কারাদণ্ড
বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩ জনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৯...