ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালে ফ্লাইটের টিকিট কাটলে দেশটির হোটেলে ফ্রি থাকার ব্যবস্থা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ট্রিপলাভার ঢাকা ট্রাভেল মার্ট-২০২২’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম। এ ট্রাভেল মার্টের কো-স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এ সময় কামরুল ইসলাম বলেন, মেলা উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকিটে ১০ শতাংশ ছাড় দেবে। এছাড়াও মালদ্বীপ অথবা কক্সবাজার রুটে দুটি রিটার্ন টিকিট কাটলে এ দুই জায়গায় ২ রাত হোটেলে ফ্রি থাকার ব্যবস্থা করা হবে। বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে এমন ফ্রি থাকার অফার আগে কেউ দেয়নি। ভ্রমণ পিপাসুরা মেলার প্রথম দিন থেকে মেলাসহ ইউএস-বাংলার যে কোনো আউটলেট থেকে এ টিকিট কাটতে পারবেন। এই অফার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে।
তিনি আরও বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স মেলার দর্শনার্থীদের জন্য র্যাফেল ড্রর ঢাকা-মালদ্বীপ-ঢাকা, ঢাকা- সিঙ্গাপুর-ঢাকাসহ বেশ কয়েকটি রুটের টিকিট স্পন্সর করেছে।
আগামী ২ জুন থেকে ঢাকায় শুরু হচ্ছে ১৭তম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ট্রিপলাভার ঢাকা ট্রাভেল মার্ট-২০২২’। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে শুরু হতে যাওয়া ৩ দিনব্যাপী মেলা শেষ হবে ৪ জুন। চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
কামরুল ইসলাম বলেন, একটা সময় সারাবিশ্ব যখন স্থবির ছিল তখন একমাত্র ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-গুয়াঞ্জু রুটে ফ্লাইট চালিয়ে বিমানবন্দর সচল রেখেছিল। এমনকি সে সময় অনেকে ভারতের চেন্নাই চিকিৎসার জন্য গিয়ে কোভিডের জন্য আটকে গিয়েছিলেন। তাদের জন্য চার্টার্ড এয়ারলাইন্স পরিচালনা করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সে সময় অনেকের কাছে দেশে ফেরার টাকা ছিল না। আমরা তাদের টাকা ছাড়াই ফিরিয়ে এনেছি, দেশে ফিরে তারা টিকিটের মূল্য পরিশোধ করেছেন।
তিনি বলেন, কোভিড পরবর্তী সময়েও আমরা বাংলাদেশের এভিয়েশন ও ট্যুরিজম যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই চেষ্টা করছি। তারই অংশ হিসেবে আমরা এই মেলার কো-স্পন্সর করছি। আমার আশা মেলার মাধ্যমে এই খাত আবারও ঘুরে দাঁড়াবে।