গত ১৭জুন ২০২২ তারিখ ইউনুস গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শন কালে ইউনুস গ্রুপের সোনালি পেপার মিল, সোনালি স্পিনিং মিল, ফয়েল প্যাকেজিং, সোনালি টিস্যু, পাওয়ার প্ল্যান্ট, এনআরবি ট্রেনিং সেন্টার এবং ওয়ার্কশপ সরেজমিনে পরিদর্শন করা হয়। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল এটাস্মেন্ট, বাস্তবমুখি শিক্ষাদান, প্রশিক্ষন ও ইন্টারনি করার সুযোগ সৃষ্টিই ছিল পরিদর্শনের উদ্দেশ্য।
পরিদর্শন পরবর্তী আলোচনায় ইউনুস গ্রুপের চেয়ারম্যান এবং এফআইইউ উপাচার্য মহোদয় আশাপ্রকাশ করেন ইউনুস গ্রুপের সাথে বিশ্ববিদ্যালয় কাজের যথেষ্ঠ সুযোগ রয়েছে যা শিক্ষার্থীদের বাস্তব ভিত্তিক জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন ও পেশাদারিত্ব উন্নয়ন, প্রাকটিক্যাল জ্ঞান অর্জন তথা কর্মক্ষেত্র তৈরীতে ব্যপক ভুমিকা রাখবে।
ইউনুস গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও এফআইইউ এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব মোঃ ইউনুস এর নিমন্ত্রনে প্রতিনিধি দলে এফআইইউ উপাচার্য প্রফেসর ড.রকীব আহমদ এর নেতৃত্বে আরো ছিলেন ট্রেজারার ড. মোঃ মুঞ্জুর-ই-খোদা তরফদার, প্রফেসর বি.কে বালা, ডিন, ইঞ্জিনিয়ারিং অনুষদ, প্রফেসর ড. এম.এ. সাত্তার, ডিন ফ্যাকাল্টি অব ল, বিভাগীয় প্রধান, সিভিল অ্যান্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, বিভাগীয় প্রধান, ইইই, বিভাগীয় প্রধান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, রেজিস্ট্রার এবং জনসংযোগ কর্মকর্তা।