এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ বিজ্ঞান ও প্রযুক্তি, নৈতিকতা এক সূত্রে গাঁথা স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২১ শুভ উদ্বোধন।
বুধবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের বৈশাখী চত্বরে ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে সপ্তাহটি ভার্চুয়ালী শুভ উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি।
উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে অতিথিরা ২০ টি স্টল পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মন্জুরুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা, উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুন-অর-রশিদ, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ ও সুধীসমাজ।