গাইবান্ধা জেলা প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান, সহ-সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম ও সহ-সভাপতি বাবুল আক্তারকে দল ও পদ থেকে অব্যাহতি দিয়েছে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সাধারণ স¤পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন বিষয়টি নিশ্চিত করেন। পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স¤পাদক স্বাক্ষরিত স্ব-স্ব নামে পাঠানো অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনি দলীয় গঠনতন্ত্রের ৩৭ (১১) ধারা মতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ কারণে দল ও পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। বরিশাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য ইউনিয়নের সাধারণ স¤পাদক প্রভাষক শামীম মিয়াসহ ওই তিনজনের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠায় উপজেলা আওয়ামী লীগ। যাচাই-বাছাই শেষে শামীম মিয়াকে দলীয় প্রতীক দেয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। বর্তমানে চারজনই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নজরুল ইসলাম খান সংস্কারে এই বছরের বেশি সময় লাগার কথা নয়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সংস্কার করতে এই বছরের বেশি সময় লাগার কথা নয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে...