গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় আমির উদ্দিন (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। ১১ ডিসেম্বর শনিবার উপজেলার নলডাঙ্গা রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির উদ্দিন সাদুল্লাপুর উপজেলার প্রতাপ গ্রামের মৃত তদারক আলীর ছেলে। এলাকাবাসী বলেন, আমির উদ্দিন নিজ বাড়ি থেকে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে নলডাঙ্গা রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল চলন্ত ট্রেনের ধাক্কায় বৃদ্ধ আমির উদ্দিন মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়। নিহতের নাতি আনিছার মিয়া বলেন, আমার দাদা আমির উদ্দিন বয়সের ভারে অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। তিনি কানেও কম শুনতেন। ট্রেনের হুইসেল দেওয়ার পরে তিনি শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনার শিকার হন। নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ সদস্য আবুল হোসেন বলেন, স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য বাড়িতে নিয়ে যায়। স্থানীয়ভাবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আল্লাহ ও নবী (সাঃ)কে নিয়ে কটুক্তিকারীকে গ্রেফতারের দাবিতে ডোমারে মানব বন্ধন ও বিক্ষোভ
গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ মহান আল্লাহ ও আল্লাহর রাসুলকে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা, হাসান গালিবের গ্রেফতার ও শাস্তি...