মালয়েশিয়ায় শিগগিরই সংসদ ভেঙে দেওয়া হবে। দেশটিতে ১৫তম সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত করতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজনৈতিক জোট বারিস (বিএন) ন্যাশনালের এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।
তিনি বলেন, কখন এটা হতে যাচ্ছে? প্রেসিডেন্ট এবং আমি সিদ্ধান্ত নেব। তবে বিশ্বাস করুন, এটি শিগগিরই হবে। ইনশাআল্লাহ আমরা আলোচনার জন্য দ্রুত দেখা করবো। ইসমাইল সাবরি মালয়েশিয়ার প্রাচীনতম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়শিয়া ন্যাশনাল অর্গানাইজেশনের ভাইস-প্রেসিডেন্ট।
জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর ১৫তম সাধারণ নির্বাচন নিয়ে বৈঠকে বসবেন দলের শীর্ষ ৫ নেতা দলীয় সভাপতি আহমদ জাহিদ হামিদি, উপ-সভাপতি মোহাম্মদ হাসান এবং তিন সহ-সভাপতি খালেদ নরদিন, মাহজির খালিদ ও ইসমাইল।
ইউএমএনও’র প্রেসিডেন্ট ড. আহমেদ জাহিদ হামিদির সঙ্গে অলোচনা করে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। ওই একই দিন সন্ধ্যায় সুপ্রিম কাউন্সিলেরও বৈঠক অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনের ডেপুটি চেয়ারম্যান এবং ইউএমএনও’র ডেপুটি প্রেসিডেন্ট মোহাম্মদ হাসান, এমসিএ প্রেসিডেন্ট ডা. উই কা সিয়ং এবং এমআইসি প্রেসিডেন্ট এস এ ভিগ্নেশ্বরন।
ইসমাইল সাবরি বলেন, বিএন নেতাদেরও উচিত তরুণ ভোটারদের সমর্থন আদায়ের জন্য ব্যস্ততা সেশনের মাধ্যমে তাদের কাছাকাছি যাওয়া।