মানুষ তাঁর জীবনের যে কোনও সময়ে এসেই প্রেমে পড়তে পারেন! এরকম কোনও অর্থ নেই যে, ৩০ বছরের মধ্য়েই সম্পর্ক শুরু করতে হবে! এরপর কি মানুষ আর প্রেমে পড়তে পারেন না! নিশ্চয়ই পারেন। কারও বয়স ৫০ পেরিয়ে গেলেও তিনি প্রেমে পড়তে পারেন। আর এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। এই কথা জানাচ্ছেন চিকিৎসকও। আপনিও কি এরকম পরিস্থিতির মধ্যেই আছেন? জেনে নিন বিস্তারিত…

তাই কোনও মানুষ যখন ৫০ বছর বয়স পেরিয়েও প্রেমে পড়েন, তখন আমরা ভাবতে না বসি যে, এই সময়েও প্রেমে পড়া সম্ভব? আসলে যে কোনও বয়সেই মানুষ প্রেমে পড়তে পারেন! এটা নিয়ে নতুন করে অবাক হওয়ার কিছু নেই। এই একই কথা বলছেন চিকিৎসকও। (ছবি-istock)
আপনিও কি আপনার থেকে অনেকটাই ছোট কারও প্রেমে পড়েছেন?

দেখুন, এই নিয়ে নিজের মনের মধ্য়ে কোনও দ্বন্দ্ব না রাখাই ভালো। আপনি যদি সত্যিই কারও প্রেমে পড়ে থাকেন, তাঁকে সেই কথা কি জানাতে চান? নাকি সেই নিয়ে ভাবতে চান? আপনি কি আপনার নিজের অনুভূতি নিয়ে নিশ্চিত? যদি আপনি সত্যিই তাঁর প্রেমে পড়েন এবং তাঁকে নিয়ে নিজের ভবিষ্যত কল্পনা করে থাকেন, তাহলে অবশ্যই তাঁকে আপনার মনের কথা জানাতে পারেন। অনেকেই আপনার দিকে হয়তো ব্যাঁকা চোখে তাকাবেন, কিন্তু এই নিয়ে আপনার ভাবার কোনও প্রয়োজন নেই।
এমনকী আপনার বয়স যদি ৫০ পেরিয়ে যায়, তারপরেও প্রেমে পড়তে পারেন আপনি। এটি একদমই স্বাবাবিক একটি বিষয়। এটা ভেবে ভেবে মনে কষ্ট পাবেন না। শুধু নিশ্চিত করুন যে, আপনার অনুভূতি যেন স্বচ্ছ হয়, তাহলেই হল!
৫০-এর পরেও কি মানুষ প্রেমে পড়তে পারেন?

এই প্রশ্ন আমাদের মনের মধ্য়ে আসাই উচিত নয়। কারণ, আপনার অনুভূতি যদি সৎ হয় ও আপনি যদি এই নিয়ে নিজের কাছে স্পষ্ট থাকেন, তাহলে আর কারও কথা আপনার ভাবার দরকারই নেই। বরং এবার নিজের কথা ভাবুন। আপনি যাঁকে পছন্দ করেছেন, তিনিও কি আপনাকে পছন্দ করেন? সেটাও নিশ্চিত করুন। যদি তাই হয়, তাহলে নতুন করে নিজেদের সম্পর্ক বা জীবন শুরু করতে পারেন।
হ্যাঁ, তাই বলে এরকম যেন না হয় যে, আপনি নিজের পুরনে সম্পর্কের মানুষটিকে ঠকিয়ে নতুন করে কারও প্রেমে পড়ছেন। কিংবা এরকমও যেন না হয়, আপনি কাউকে নিজের অনুভূতির কথা জানিয়ে তাঁকে জোর করলেন! তাহলেই কিন্তু মুশকিল!
পঞ্চাশ বছর পেরোলেও কি প্রেমে পড়া সম্ভব? চিকিৎসকের কী মত?

৫০ বছর পেরিয়ে গেলে বা আপনার বয়স ৬০ ছুঁই ছুঁই হলেও আপনি প্রেমে পড়তেই পারেন? এটা কি কোনও সাধারণ ব্যাপার? আমরা প্রশ্ন করেছিলাম সল্টলেক মাইন্ডসেটের ডিরেক্টর বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবাঞ্জন পানকে। দেবাঞ্জনবাবু জানান যে, এটা একদমই সাধারণ ঘটনা। তাঁর মতে, খুবই সাধারণ ব্যাপার। প্রেমের কোনও বয়স হয় না। যে কোনও বয়সেই মানুষ প্রেমে পড়তে পারেন।
তবে কৈশোরে যে সময়ে আমরা প্রেমে পড়ি, সেসময় আমাদের প্রি ফন্টাল সঠিকভাবে গঠন হয় না। তাই সেই সময়ে প্রেমে আবেগ বেশি থাকে। সঠিক সিদ্ধান্ত নিতে শিখি না আমরা। ২৫-এর পর সেই ক্ষমতা তৈরি হয় আমাদের। তখন প্রেমে ম্যাচিওরিটি বেশি থাকে। চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিতে পারি আমরা। তবে ৫০-এর পর প্রেমে পড়াও কোনও অস্বাভাবিক ব্যাপার নয়।
এই বয়সেও মানুষ কী অনুভব করেন?

এই বিষয়েও চিকিৎসক দেবাঞ্জনবাবু জানান, অবশ্যই ৫০-এর পরেও বিপরীত বা সমলিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন। এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা। এর উপর বয়সজনিত কারণের কোনও প্রভাব নেই। যে কোনও বয়সেই মানুষের জীবনে প্রেম আসতে পারে। তা একবারেই একটা সাধারণ ও স্বাভাবিক প্রক্রিয়া।
তাই অন্যান্য মানুষের মতোই প্রেমে পড়ার পরে একইরকম অনুভূতি হয়। আসলে, মানুষ বিশেষে এই ধরনের অনুভূতি বদলে যায়। প্রত্যেকের ভাবনা চিন্তা ও মনন আলাদা। তবে সঠিক ভাবনা দিয়েই এই ধরনের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া উচিত।
৫০-এর পর কি সব সময় একজন আর একজন মানুষেরই প্রেমে পড়েন?

এই প্রশ্নও করেন চিকিৎসক দেবাঞ্জন পান! তাঁর মতে, প্রেম বলতে আমরা সব সময় কেন দুজন মানুষের প্রেমের কথাই চিন্তা করি? দুজন মানুষের মধ্য়েই প্রেম গড়ে উঠবে এমন তো নাও হতে পারে। মানুষের ঈশ্বর প্রেম হয় বা বইয়ের প্রতিও প্রেম থাকে। অনেক মানুষ প্রকৃতিকেও ভালোবেসে থাকেন। তাহলে? আর এটাও যে কোনও বয়সেই সম্ভব। ঠিক একইভাবে একজন মানুষ অন্য মানুষের প্রেমেও পড়তে পারেন যে কোনও বয়সে। স্বাভাবিকভাবেই এরকম হয়ে থাকে।
যে কোনও সম্পর্ককেই আমরা সম্মান করি। যদি একজন সঙ্গী হিসেবে আর একজন সঙ্গীর প্রতি লয়্যাল থাকেন, তাঁকে ভালোবাসেন ও সম্মান করেন। প্রত্যেক প্রেমই নিজের মতো করে সুন্দর।