আজ ১০ মার্চ, শুক্রবার। আজকের দিনে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের রয়েছে সুখবর। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
অনায়াসে বাইরে ঘুরতে যেতে পারেন। ভ্রমণ আজ শুভ। বিলাসিতার জন্য অর্থব্যয় হওয়ার সম্ভাবনা। উচ্চশিক্ষায় বাধা থাকলেও নিম্নতন বিদ্যায় অগ্রগতির যোগ। বাড়িতে অশুভ কিছু ঘটতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
সারাদিন অলস সময় কাটবে। স্ত্রীর বিষয়ে সন্দেহের কারণে দাম্পত্য কলহ বাধতে পারে। নতুন যানবাহন কেনার পরিকল্পনা হতে পারে। সড়কে চলাচলে সতর্ক থাকবে হবে।
মিথুন (২২ মে – ২১ জুন)
আজ হঠাৎ করেই পছন্দের মানুষের প্রেমে পড়বেন। সপরিবার ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আয় ভালোই থাকবে। পরিবারের কারো সফল্যের খবর পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
যোগ দেখা যাচ্ছে, কিন্তু পরিশ্রম করতে হবে যথেষ্ট। বাড়ির লোকের সঙ্গে ছোটখাটো ভ্রমণের যোগ। দাম্পত্য কলহ বাধতে পারে। হজমের সমস্যা হতে পারে।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
সবার সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে। শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি। কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
সেবামূলক কাজে আনন্দ লাভ। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে। কোনো ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে। সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
প্রেমের বিবাদ মিটে যেতে পারে। কোমরের নিচের অংশে যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ। পুরনো কোনো আশা নষ্ট হতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
যে কোনো পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। কোনো দুঃস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে। আজ কোনো প্রকার অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
সন্তানদের জন্য শুভ যোগাযোগ আসতে পারে। ভ্রাতৃবিরোধের যোগ রয়েছে। আজ কিছু আলোচনা করতে গিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ বাধতে পারে। ব্যবসায় অগ্রগতি লক্ষ করা যাচ্ছে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মক্ষেত্রে বন্ধুর সাহায্য পেতে পারেন। চক্ষুপীড়ায় ভোগান্তি হতে পারে। অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে। বিজ্ঞানচর্চায় অগ্রগতির সম্ভাবনা।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিচক্ষণ ব্যক্তির জন্য কর্মে উন্নতি। লটারি কাটবেন না। পরোপকারে শান্তি লাভ। প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভালো হবে। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন।