ভোলায় অবস্থিত সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের (এসজিসিএল) আওতাধীন বাপেক্স শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের উদ্বৃত্ত গ্যাস ঢাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় ইউনিয়ন পর্যায়ে তথ্য প্রযুক্তি সেবার উন্নয়নে দুটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) চুক্তির খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক ভার্চুয়াল সভায় এ তিনটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়।
পরবর্তীতে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ভার্চুয়াল বৈঠকে চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়। চারটি ক্রয় প্রস্তাবে মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৬৯ কোটি ৭১ লাখ টাকা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এক ভার্চুয়াল ব্রিফিং-এ সাংবাদিকদের জানান, ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে তিনটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে বাপেক্স কর্তৃক ভোলা এলাকার ‘সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড’ (এসজিসিএল)-এর উৎপাদিত গ্যাস স্থানীয়ভাবে ব্যবহারের পর প্রাথমিকভাবে ৫ এমএমসিএফডি ও পরবর্তীতে ২০ এমএমসিএফডি গ্যাস কম্প্রেসড করে সিলিন্ডারে পরিবহন-পূর্বক ঢাকার শিল্প প্রতিষ্ঠানে সরবরাহের লক্ষ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড’-এর সঙ্গে ১০ বছর মেয়াদে চুক্তি সম্পাদনের একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
তিনি জানান, বৈঠকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার ৩য় পর্যায়) (৩য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় দেশের ইউনিয়ন পর্যায়ে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন এবং তদসংশ্লিষ্ট ইন্টারনেট অবকাঠামো রক্ষণাবেক্ষণ, মেরামত, আপগ্রেডেশন, প্রতিস্থাপন, পরিচালনা এবং রেভিনিউ শেয়ারিং-এর জন্য দুটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে দুটি পৃথক পিপিপি চুক্তির খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩০৭টি ইউনিয়নে তথ্য প্রযুক্তি সেবা প্রদানে ‘ফাইবার এট হোম লিমিটেড’- এর সঙ্গে এবং ১ হাজার ২৯৩টি ইউনিয়নে তথ্য প্রযুক্তি সেবা প্রদানে ‘সামিট কমিউনিকেশনস লিমিটেড’- এর সঙ্গে পিপিপি চুক্তির খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
ক্রয় কমিটির বৈঠকের বিষয়ে অতিরিক্ত সচিব জানান, পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত চুক্তি মূল্যের মধ্যে ‘পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইন্টেনেন্স ড্রেজিং’ স্কীমের একটি ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। কাজের মূল চুক্তিমূল্য হচ্ছে ৫ হাজার ৬২৯ কোটি ১৮ লাখ টাকা।
জানা যায়, প্রকল্পের ঠিকাদার বেলজিয়াম ভিত্তিক প্রতিষ্ঠান জুন ডি নুল (জেডিএন)-এর সঙ্গে চুক্তি অনুসারে চ্যানেল ডিজাইন এবং ক্যাপিটাল ড্রেজিং-এর কাজ নির্ধারিত সময়ের ৬ মাস আগেই শেষ হয়েছে। কিন্তু ক্যাপিটাল ড্রেজিং পরবর্তী চ্যানেলের নাব্যতা রক্ষার্থে পায়রা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ড্রেজিং সক্ষমতা অর্জন করতে আরও সময়ের প্রয়োজন বিধায় মূল চুক্তিমূল্য না বাড়িয়ে মেইন্টেনেন্স ড্রেজিং-এর চুক্তির মেয়াদকাল ৬ মাস বৃদ্ধি এবং ড্রেজিং পদ্ধতি পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
তিনি জানান, বৈঠকে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-০১-এর পূর্ত কাজের ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সর্বনিম্ন দরদাতা হিসেবে এ কাজটি পেয়েছে ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড’। এতে ব্যয় হবে ২৯০ কোটি টাকা।
অতিরিক্ত সচিব জানান, বৈঠকে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘কিশোরগঞ্জ সড়ক বিভাগাধীন গৌরিপুর-আনন্দগঞ্জ-মধুপুর-দেওয়ানগঞ্জ বাজার-হোসেনপুর জেলা মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-০১-এর পূর্ত কাজের ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সর্বনিম্ন দরদাতা হিসেবে এ কাজটি পেয়েছে ‘তাহের ব্রাদার্স লিমিটেড’। এতে ব্যয় হবে ১৩৬ কোটি ৮৩ লাখ ৭০ হাজার টাকা।
এছাড়া বৈঠকে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ‘৫টি র্যাব কমপ্লেক্স ও ১টি র্যাব ফোর্সেস ট্রেনিং স্কুল কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্পের আওতায় রাজধানীর খিলগাঁও-এ ‘রিমেইনিং ওয়ার্কস ফর কনস্ট্রাকশন অব র্যাব-৩ কমপ্লেক্স’ প্যাকেজের নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সর্বনিম্ন দরদাতা হিসেবে এ কাজটি পেয়েছে ‘মাজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড’। এতে ব্যয় হবে ৪০ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার টাকা।