লালপুর( নাটোর) প্রতিনিধি।।
নাটোরের লালপুরে মটর সাইকেল ক্রয় কেন্দ্র করে হামলা ও মারপিটের শিকার হয়েছে কবির নামের এক যুবক।
শনিবার (৮জানুয়ারি) আহত যুবকের ভাই লালপুর উপজেলার চকবাদকয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি জানান, সে একটি পুরাতন মটর সাইকেল ক্রয় করিলে, রাজশাহী জেলার বাঘা থানার দক্ষিণমিলিক গ্রামের শমজান আলীর ছেলে লিটন আলী ওই মটর সাইকেলটি ক্রয় করতে চাইলে দামে না মিললে মটর সাইকেলটি অন্যত্র বিক্রয় করায়, লিটন ক্ষিপ্ত হয়। বৃহস্পতিবার ৬ জানুয়ারি এব্যাপারে সকালে লিটন রবিউল কে মোবাইল ফোনে প্রান নাশের হুমকি দেয়, যেমন কথা তেমন কাজ ভেবে ওই দিন সকাল সাড়ে এগারোটার দিকে লালপুর উপজেলার পাইকপাড়া সেন্টার বাজারে রবির মটর সাইকেল মেকারের দোকানে লিটন ৮/১০টি মটর সাইকেল নিয়ে বাঘা রাজশাহীর ১৫/১৬ জনের একটি সন্ত্রাসী দল নিয়ে রবির দোকানে আক্রমণ করে। এসময় রবিউলকে না পেয়ে তার ছোট ভাই কবির কে মারধর করে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় দোকানদার গন তাদের প্রতিহত করে দেশীয় অস্ত্রসহ আটক করে। পরে লালপুর থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়। কিন্তু বিষয়টি দুই উপজেলার গণ্যমান্য ব্যাক্তিদের সহায়তায় পাইকপাড়া সেন্টার বাজারে স্থানীয় ভাবে মিমাংসা হয়। ৭ জানুয়ারি সকালে কবির চিকিৎসাধীন তার অসুস্থ শিশু সন্তানকে বাঘা হাসপাতালে দেখতে গেলে আগে থেকে ওত পেতে থাকা লিটন (২৮), রাসেল (৩০) ও তার দলবল নিয়ে কবির (৩২) কে বাঘা মাজার শরীফ গেটে একা পেয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে মারপিট শুরু করে সেময় তাদের আঘাতে কবিরের ডান পা ভেঙে ও মাথায় গুরুতর জখম করে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রেখে চলে যায়। স্থানীয় দোকান মালিকগন কবির কে উদ্ধার করে বাঘা স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে, পরে কবিরের স্বজনরা কবির কে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সে লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে অভিযুক্ত লিটন ঘটনার বিষয় অস্বীকার করেন। বাঘা থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন জানান এঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।