শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পতœীতলায় মহিলা অধিদপ্তর আয়োজিত মাতৃকালীন ভাতা প্রাপ্ত মায়েদের স্বাস্থ্য সচেতনামূলক ক্যাম্পেইন গতকাল বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মহিলা সংস্থার আমিনুল হকের সঞ্চালনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ। এসময় বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পতœীতলা প্রেসক্লাবে সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, মেডিকেল এ্যাসিস্ট্যান্ট নাজনিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর সূর্য সাহা, ফারজানা বেগম, ফারহানা খাতুন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, মাতৃকালীন ভাতা প্রাপ্ত মায়েরা।