এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর জেলার বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে।
আজ (১৫ আগষ্ট-২৩) বিরামপুর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,স্থানীয় সংসদ সদস্য সহ পৃথক পৃথক ভাবে দিবসটি পালিত হয়েছে। সকালে বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তাবক অর্পণ করেন। উপজেলা অডিটরিয়ামে শোক দিবসে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু,বিরামপুর পৌরসভা মেয়র অধ্যক্ষ আক্কাস আলী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন সহ প্রমুখ গণ। অপরদিকে মিজান মার্কেটের সামনে বিরামপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান মন্ডলের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন,মিজানুর রহমান মন্ডল,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব পারভেজ কবির,জেলা পরিষদের সদস্য মোজাহার আলী মন্ডল,জেলা আওয়ামী লীগের সদস্য রুহুল আমিন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রানা সহ নেতৃবৃন্দ।
সেই সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদে জাতীয় শোক দিবসে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোস্তাক মাস্টার,আব্দুর রহিম গোলাম মোস্তফা সহ আরও অনেকেই। সেই সাথে উপজেলার পাইলট হাইস্কুল মাঠে জাতীয় শোক দিবস আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৬ সংসদ সদস্য শিবলী সাদিক। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নাড়ু গোপাল কুন্ডু,শিবেশ কুন্ডু,যুবলীগ ছাত্রলীসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ ও স্থানীয় নেতৃবৃন্দ।