মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও মিরসরাই উপজেলা বিএনপির
যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর পিতা আলহাজ্ব আলমগীর
চৌধুরী (৮৫) রবিবার দিবাগত রাত ১২ টায় চিকিৎসাধীন অবস্থায়
ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।
সোমবার বাদ আসর মিরসরাইয়ের ১৬ নং সাহেরখালী ইউনিয়নের
ডোমখালী এলাকার নিজ গ্রামে মরহুমের জানাযা শেষে পারিবারিক
কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা গেছে, আলমগীর চৌধুরী বিগত কয়েক বছর ধরে বিভিন্ন জটিল
রোগে ভুগছেন। সর্বশেষ তিনি গত ১ সপ্তাহ আগে গুরুতর অসুস্থ হয়ে
পড়লে প্রথমে চট্টগ্রাম ইমপেরিয়াল হাসপাতালে পরবর্তীতে উন্নত
চিকিৎসার জন্য ঢাকা এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে
ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য
আত্মীয়স্বজন রেখে গেছেন।
এদিকে মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির
আহবায়ক নুরুল আমিন, সদস্য সচিব সালা উদ্দিন চেয়ারম্যান,
বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা আওয়ামী
লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা, সাবেক উপজেলা ভাইস
চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, মরহুমের ছোট ভাই শাহজাহান
চৌধুরীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলমগীর
চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির
চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ
নেতৃস্থানীয় নেতৃবৃন্দ।
ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশিত হবে। একই সঙ্গে সুপারিশ পেশ...