ডেস্ক: তিলতত্ত্ব নিয়ে জ্যোতিষ গবেষণা নতুন নয়৷ আপনি হয়তো বলতেই পারেন, যত্তসব কুসংস্কার! কিন্তু বিশ্বাসে মিলায় বস্তু৷ শরীরের এক একটা জায়গায় তিল এক এক রকমের বার্তা বহন করে বলে মনে করা হয়। তিল নিয়ে এই ধারণা কতটা ঠিক বা আদৌ ঠিক কি না তা নিয়ে দ্বন্দ থাকতেই পারে। তা সত্ত্বেও যাঁরা বিশ্বাস করেন এবং যাঁরা করেন না তাঁদের জন্যও রইল তিল নিয়ে কিছু কথা। তিল শুধু সৌন্দর্যের কারণ নয়, বরং তিল দেখে আমরা ভবিষ্যত্ সম্পর্কেও জানতে পারি। শরীরের বিভিন্ন অংশে তিলের উপস্থিতি, রং, আকৃতি ইত্যাদি দেখে আমরা আমাদের ভবিষ্যত্ সম্পর্কে জানতে পারি।
জ্যোতিষ বিজ্ঞান বলছে, শরীরে বিভিন্ন জায়গায় তিলের মাহাত্ম্য ভিন্ন৷ কোনওটি শুভ৷ আবার কোনওটি অশুভ৷ খনার বচনেও তিলতত্ত্বের উল্লেখ রয়েছে৷ বলা হয়, পুরুষের শরীরে ডান দিকে ও মেয়েদের শরীরে বাঁ দিকে তিল থাকা শুভ৷ কোনও ব্যক্তির শরীরে ১২টির বেশি তিল থাকলে তা অশুভ ইঙ্গিত দেয়৷ অজীবনে সুখ-শান্তি থাকে না সংশ্লিষ্ট ব্যক্তিদের৷ পদে পদে অর্থকষ্টে পড়তে হয়৷
১ ভ্রু-তে তিল-আপনার ভ্রু-তে তিল আছে? খেয়াল করে দেখুন৷ ডান ভ্রুতে তিল থাকলে দাম্পত্য জীবন ভালো হয়৷ বাঁ ভ্রুতে তিল থাকলে দাম্পত্য কলহ বাঁধে৷ তবে ভ্রু-তে তিল থাকার একটি শুভ লক্ষণ হল, এঁরা প্রায়ই ভ্রমণ করেন৷
২ মাথায় তিল-মাথার ডান দিকে তিল ভাল রাজনীতিবিদের পরিচয়। আর তা যদি লাল হয় তা হলে সেই ব্যক্তির মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁ দিকে থাকলে বিয়ে হবে না। ভ্রমন প্রিয়। আর কোনও পুরুষের মাথার পিছনের দিকে তিল থাকলে তিনি স্ত্রীকে ভালবাসবেন। প্রচুর অর্থ উপার্জন করবেন কিন্তু সমাজে তাঁর নাম ডাক হবে না। মাথার মাঝখানে তিল থাকা ভালোবাসার প্রতীক৷ ডান দিকে তিল থাকলে সেই ব্যক্তি কোনও একটি বিষয়ে বিশেষ পাণ্ডিত্য লাভ করেন৷ যাঁদের মাথার বাঁ দিকে তিল আছে তাঁরা অর্থের অপচয় করেন। মাথার ডান দিকের তিল ধন ও বুদ্ধির চিহ্ন। বাঁ দিকের তিল নিরাশাপূর্ণ জীবনের ইঙ্গিত দেয়। যাঁদের চোখের মণিতে তিল থাকে, তাঁরা ভাবুক হন এবং সৃষ্টিশীল হন৷
তিল
তিল
৩ চোখের মণিতে তিল-চোখে পাতায় তিল আছে? যদি ডান পাতায় তিল থাকে, তাঁরা অনেক বেশি সংবেদনশীল হন৷ কানে তিল থাকা ব্যক্তি দীর্ঘায়ু হন৷ ডান চোখের মণিতে তিল থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বিচারধারা উচ্চমার্গের হয়৷ স্ত্রী বা পুরুষের মুখমণ্ডলের আশপাশে তিল থাকলে, তাঁরা সুখী ও ভদ্র হন। মুখে তিল থাকলে ব্যক্তি ভাগ্যে ধনী হন। তাঁর জীবনসঙ্গী বা সঙ্গিনী খুব সুখী হন। নাকে তিল থাকলে ব্যক্তি প্রতিভাবান হন এবং সুখী হন। যে নারীর নাকে তিল রয়েছে তাঁরা সৌভাগ্যবতী হন। যাঁর ডান চোখে তিল রয়েছে খুব সহজেই তিনি প্রচুর অর্থ উপার্জন করবেন। আর বাঁ দিকে চোখে তিল থাকা ব্যক্তি ভীষণই রাগি। অনেক মহিলার সঙ্গে গোপন মেলামেশা করায় বদনাম হবে।
৪ ঠোঁটের উপরে তিল- ঠোঁটের উপরে দিকে তিল রয়েছে তাদের হৃদয় ভালোবাসায় ভরপুর। এঁদের যৌনইচ্ছে প্রবল হয়৷ তবে তিল ঠোঁটের নীচে থাকলে সে ব্যক্তির জীবনে দারিদ্র্য থাকে৷ জিভের মাঝখানে তিল থাকলে পড়াশোনায় বাধা পাবেন। স্বাস্থ্য খারাপ যাবে। জিভের ডগায় থাকলে সেই ব্যক্তি খুব ভাল বক্তা এবং বুদ্ধিমান হবেন। খেতে ভালবাসেন।
৫ গালে লাল তিল- গালে লাল তিল থাকা শুভ। বাঁ গালে কালো তিল থাকলে, ব্যক্তি নির্ধন হয়। কিন্তু ডান গালে কালো তিল থাকলে তা ব্যক্তিকে ধনী করে।
৬ ডান কাঁধে তিল- ডান কাঁধে তিল থাকলে সেই ব্যক্তি দৃঢ়চেতা। আবার যাদের বাঁ কাঁধে তিল থাকে তারা অল্পেই রেগে যান। যার হাতে তিল থাকে তারা চালাক-চতুর হন। ডান হাতে তিল থাকলে, তারা শক্তিশালী হন। আবার ডান হাতের পিছনে তিল থাকলে তারা ধনী হয়ে থাকেন। বাঁ হাতে তিল থাকলে সেই ব্যক্তি অনেক বেশি টাকা খরচ করেন। আবার বাঁ হাতের পিছনের দিকে তিল থাকলে সেই ব্যক্তি কৃপণ প্রকৃতির হন।
৭ হাতের বিবাহ রেখায় তিল- হাতের বিবাহ রেখায় তিল থাকলে (লাল তিল) দাম্পত্য সুখে সর্বদা জীবনে ভরে থাকবে। যদি কালো তিল হয় তা হলে দাম্পত্য সুখ পাওয়া কষ্টকর হবে।
৮ পায়ে তিল- ডান পায়ের কাফে তিল থাকলে সেই ব্যক্তি সফল হবেন। আর বাঁ পায়ে থাকলে কর্মসূত্রে বিদেশ ভ্রমণ করবেন।
৯ কাঁধে তিল- কাঁধে তিল থাকার অর্থ জীবনে স্বামী বা স্ত্রী উভয় পক্ষই ভালবাসা ও সমর্থনে সমান।