গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গোলাম মোস্তফা নামে এক ব্যক্তি তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দুই মণ জিলাপি বিতরণ করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ১২ ডিসেম্বর রবিবার দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর বাসুদেবপুর গ্রামে শাহ আলম কাজীর উপস্থিতিতে ডিভোর্স স¤পন্ন হয়। গোলাম মোস্তফা একই এলাকার ডা. নজির হোসেনের ছেলে। এলাকাবাসী বলেন, ১২ বছর আগে একই গ্রামের বিউটি বেগমের সঙ্গে গোলাম মোস্তফার বিয়ে হয়। বিয়ের পর থেকে কয়েকবছর তাদের সংসার ভালোই চলে। তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরে তাদের মধ্যে মনমালিন্য হলে শুরু হয় দা¤পত্য কলহ। তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এ কারণে দুজনের সম্মতিতে বরিবার তাদের ডিভোর্স হয়েছে। এ ব্যাপারে গোলাম মোস্তফা বলেন, স্ত্রী আমার অবাধ্য ছিল। সে জীবনটা অতিষ্ট করে তুলেছিল। ফলে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দু’জনের সম্মতিতে আমাদের ডিভোর্স হয়েছে। আমি মুক্ত হয়েছি। খুশি হয়ে গ্রামে দুই মণ জিলাপি বিতরণ করেছি। গ্রামের সকল লোককে খাওয়াতে আরও জিলাপির প্রয়োজন হলে তাও বিতরণ করব।
আত্রাইয়ে শত বছরের ঐতিহ্যবাহি ‘সীতাতলার মেলা শুরু
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাইয়ের জামগ্রামে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহি শীতাতলার মেলা। উপজেলার...