শুক্রবার জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হন। জাপানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে পশ্চিম জাপান অঞ্চলে গুলিবিদ্ধ হয়েছেন তিনি।
জানানো হয়েছে, “জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী আবে শিনজো পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতার সময় আহত হন। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে তিনি আহত হয়ে থাকতে পারেন। ঘটনাস্থলে উপস্থতিত এক সাংবাদিন বন্দুকের গুলির আওওাজের মতো কিছু শুনতে পান এবং অ্যাবেকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন।” আক্রমণকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার সকাল ১১.৩০ মিনিটে অর্থাৎ ভারতীয় সময় সকাল ৮.২৯মিনিটে এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, নারা শহরের রাস্তায় বক্তৃতা দিচ্ছিলেন আবে। সেই সময় তাঁর উপর হামলা হয়। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানানো হয়েছে। আগামী রবিবার সংসদের উচ্চকক্ষের নির্বাচনের আগে প্রচার চালাচ্ছিলেন আবে।