মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম শহরে অবস্থানরত মিরসরাইয়ের সর্বস্তরের নাগরিকদের সম্মানে ডেপুটি অ্যার্টনি জেনারেল এডভোকেট সাইফুর রহমানের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর পিসি রোড় জে পি কনভেনশন হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শাহজাহান।
বান্দরবান লামা কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুন্নবীর সভাপতিত্বে দিদারুল আলম সুমন ও মোহাম্মদ মীর হোসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নেছারুল করিম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন, মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, সাবেক আমীর নুরুল করিম, লেখক, গবেষক ড. কামাল উদ্দিন, মিরসরাই এসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হক মনি, শ্রমিক নেতা ইউছুফ বিন আবু বকর, জেলা মসজিদ মিশন সভাপতি মাওলানা মহি উদ্দীন, জেলা ওলামা বিভাগের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ মনিরুজ্জামান, জেলা তালিমুল কোরআন সভাপতি অধ্যক্ষ মাওলানা কেফায়েত উল্ল্যাহ, মজলিসুল মুফাসসেরীন জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ এমদাদুল হক নিজামী, বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র জালাল উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশাজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, শিক্ষক, আলেম-ওলামা, সাংবাদিক, আইনজীবীসহ মিরসরাই উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রায় সহ¯্রধিক রোজাদার অংশগ্রহণ করেন।
ঈদের আগে দেশের বাজারে বাড়লো সোনার দাম
ঈদের আগে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক...