শুক্রবার (৩ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন ছাড়াও টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা চূড়ান্ত করা হয়।
পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি দেশের ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনের দিনাজপুরের পার্বতীপুর উপজেলা, খুলনা ও বরিশাল বিভাগ ইউপিগুলোর চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুর বিভাগের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউপিতে মো. ওয়াদুদ আলী, চন্ডিপুর মো. মজিবর রহমান সরকার, মোমিনপুর মো. আব্দুর রাজ্জাক সরকার, মোস্তফাপুর ভবতোষ রায়, হাবড়া মো. আনিসুজ্জামান সরকার, হামিদপুর রেজওয়ানুল হক, বেলাইচন্ডি নুর মোহাম্মদ রাজা ও হরিরামপুর মো. মোজাহিদুল ইসলাম।
খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার সদর উপজেলার হাটশ-হরিপুর ইউপিতে সম্পা মাহামুদ,বটতৈল এম, এ, মোমিন মন্ডল, আলামপুর মো. আব্দুল হান্নান, আইলচারা মো. মোতালেব হোসেন, উজানগ্রাম মো. সাবুবিন ইসলাম, হরিনারায়ণপুর মো. মহিউদ্দিন, পাটিকাবাড়ী মোহাম্মদ সাইদুর রহমান, ঝাউদিয়া জহুরুল ইসলাম, আব্দালপুর মো. আরব আলী, মনোহরদিয়া মো. শহিদুল ইসলাম ও গোস্বামীদুর্গাপুর মো. লাল্টু রহমান।
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউপিতে মো. সেকেন্দার আলী মোল্যা, মির্জাপুর ফিরোজ আহমেদ, দিগনগর মো. জিল্লুর রহমান, কাঁচেরকোল মো. সালাহউদ্দীন জোয়ার্দ্দার, সারুটিয়া মো. মাহামুদুল হাসান, হাকিমপুর মো. কামরুজ্জামান, ধলহরাচন্দ্র, মো. মতিয়ার রহমান, বগুড়া শফিকুল ইসলাম, আবাইপুর মুখতার আহমেদ মৃধা, উমেদপুর মো. সাব্দার হোসেন মোল্লা, দুধসর মো. সাহাবুদ্দিন ও ফুলহরি মো. জামিনুর রহমান।
হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউপিতে মো. নাজমুল হুদা, জোড়াদহ মো. জাহিদুল ইসলাম, তাহেরহুদা, মো. আতিয়ার রহমান, দৌলতপুর মো. শেরেগুল ইসলাম, কাপাশহাটিয়া মো. মশিউর রহমান জেয়ার্দ্দার, ফলসী নিমাই চাঁদ মন্ডল, রঘুনাথপুর মো. আব্দুল কাদের ও চাঁদপুর মো. আজিজুর রহমান।
যশোর জেলার কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউপিতে শেখ অহিদুজ্জামান, সাগরদাঁড়ি মো. অলিয়ার রহমান, মজিদপুর মনোজ কুমার তরফদার, বিদ্যানন্দকাটি মো. সামছুর রহমান, মঙ্গলকোট মো. আব্দুল কাদের বিশ্বাস, কেশবপুর গৌতম রায়, পাঁজিয়া মো. জসীম উদ্দীন, সুফলাকাটিন গোলাম কিবরিয়া মনি, গৌরীঘোনা এস, এম হাবিবুর রহমান, সাতবাড়ীয়া শামছুন্নাহার বেগম, ওনহাসানপুর মো. তৌহিদুজ্জামান।
যশোর সদর উপজেলার হৈবতপুর মো. আবু সিদ্দিক, লেবুতলা মো. আলীমুজ্জামান, ইছালী ফেরদৌসী ইয়াসমিন, নওয়াপাড়া রাজিয়া সুলতানা, উপশহর এহসানুর রহমান, চুড়ামনকাটি মো. দাউদ হোসেন, দেয়াড়া মো. লিয়াকত আলী, রামনগর নাজনীন নাহার, কচুয়া মো. লুৎফর রহমান ধাপক, নরেন্দ্রপুর মো. মোদাচ্ছের আলী, বসুন্দিয়া মো. রিয়াজুল ইসলাম খান, চাঁচড়া মো. সেলিম রেজা, আরবপুর মীর আরশাদ আলী, কাশিমপুর মো. শরিফুল ইসলাম ও ফতেপুর শেখ সোহরাব হোসেন।
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শোভনালী ইউপিতে শম্ভু চরন মন্ডল, বুধহাটা মো. মাহবুবুল হক, কুল্যা মো. আব্দুল বাছেত, দরগাহপুর শেখ মিরাজ আলী, বড়দল মো. আব্দুল আলীম মোল্যা, আশাশুনি এস,এম,হোসেনুজ্জামান, শ্রীউলা আবু হেনা সাকিলুর রহমান, খাজরা মো. শাহ নেওয়াজ, আনুলিয়া মো. শাহাবুদ্দীন সানা, প্রতাপনগর শেখ জাকির হোসেন ও কাদাকাটি দীপংকর কুমার সরকার।
কলারোয়া উপজেলার কেরালকাতা ইউপিতে মো. মোরশেদ আলী ও কুশোডাংগা মো. আসলামুল আলম।
শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউপিতে এ, কে এম জাফরুল আলম, শ্যামনগর এস, এম, জহুরুল হায়দার ও ঈশ্বরীপুর জি,এম, শোকর আলী।
বরিশাল বিভাগের ভোলা জেলার ভোলা সদর উপজেলার ইলিশা ইউপিতে মোহাম্মদ সোহরাওয়ার্দ্দী, পশ্চিম ইলিশা মোহাম্মদ জহিরুল ইসলাম, ধনিয়া মো. এমদাদ হোসেন কবির, শিবপুর মো. জসিম উদ্দিন, আলীনগর বশির আহাম্মদ, চরসামাইয়া, মো. মহিউদ্দীন মাতাব্বর, ভেলুমিয়া মো. আবদুছ সালাম, ভেদুরিয়া মো. আবদুল হাই, উত্তর দিঘলদী লিয়াকত হোসেন (মনসুর), দক্ষিণ দিঘলদী ইফতারুল হাসান, রাজাপুর মো. মিজানুর রহমান ও বাপ্তা মো. ইয়ানুর রহমান।
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউপিতে মো. হুমায়ূন কবির। মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউপিতে মো. হারুন অর রশিদ, দাউদখালী মো. ফজলুল হক খান, টিকিকাটা মো. রফিকুল ইসলাম রিপন ও বড়মাছুয়া আয়েশা আক্তার।