আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার টিআইবি ধানমন্ডিস্থ কার্যালয়ে সকাল ১১টায় ‘বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা: গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভা এবং অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২১ ঘোষণা করা হবে। আলোচনায় উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং প্রতিযোগিতার বিচারকমন্ডলী।
একই দিন দুপুর ৩টায় দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ২০২১ এর পুরস্কার ঘোষণা এবং সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টিআইবির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারপারসন অধ্যাপক ড. পারভীন হাসান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন সুজান ম্যুলার, ব্রিটিশ হাই কমিশনারের কাউন্সেলর টম বার্জ, সুইডেন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি পাওলা ক্যাস্ট্র নিডারস্টাম এবং কার্টুন প্রতিযোগিতার বিচারকবৃন্দ।
কর্মসূচির বিস্তারিত:
ক্রম | কর্মসূচির নাম | স্থান | তারিখ ও বার | সময় |
১ | ‘বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা: গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভা এবং অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২১ ঘোষণা | উদয়পদ্ম সম্মেলন কক্ষ, টিআইবি, মাইডাস সেন্টার, লেভেল-৫, বাড়ি – ০৫, রোড – ১৬ (নতুন) ২৭ (পুরাতন), ধান্মণ্ডি, ঢাকা – ১২০৯। | ৯ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার | সকাল ১১:০০ টা |
২ | দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ২০২১-এর পুরস্কার ঘোষণা | বিকাল ৩:০০টা | ||
দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনীর উদ্বোধন | মেঘমালা সম্মেলন কক্ষ, টিআইবি, মাইডাস সেন্টার, লেভেল-৫, বাড়ি – ০৫, রোড – ১৬ (নতুন) ২৭ (পুরাতন), ধান্মণ্ডি, ঢাকা – ১২০৯। |
উক্ত অনুষ্ঠানের সংবাদ ও সংবাদচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারে আপনার প্রতিষ্ঠানের প্রতিবেদক/সাংবাদিক প্রেরণের জন্য সনির্বন্ধ অনুরোধ করছি। আমন্ত্রিত সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক।
দুর্নীতিমুক্ত সমাজ গড়তে এবং সুশাসন প্রতিষ্ঠায় টিআইবির চলমান আন্দোলনকে আরও দৃঢ় করতে আপনাদের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ।