নড়াইলে নিখোঁজের তিনদিন পর শান্তি বিশ্বাস (৮০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়খোলা গ্রামের টেংরাখালী হাজারতলা মন্দিরের পাশের পুকুরে পড়ে ছিল মরদেহটি। বৃহস্পতিবার দিকে সদর থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। শান্তি বিশ্বাস বিছালী ইউনিয়নের আড়পাড়া গ্রামের দীপেন বিশ্বাসের ছেলে পরিবারের সদস্যরা জানান, গত সোমবার বিকেলে সিংগাশোলপুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। খুঁজাখুঁজি করে তাঁকে পাওয়া যায়নি। তিনি কিছুটা অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার স্থানীয় লোকজন পুকুরে তাঁর মরদেহ দেখে পুলিশে খবর দেয়। নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহামুদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
৬ সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো
সরকার পতনের পর প্রথম দফায় গঠিত ৬ সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। সেগুলো হলো- নির্বাচনব্যবস্থা সংস্কার...