সাহাব উদ্দিন রিটু,লামা (বান্দরকবান) প্রতিনিধি
দেশের আত্মমর্যাদা ও সক্ষমতার প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে স্বাগত জানিয়ে লামায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে লামা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি এবং সর্বস্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক পৃথক আনন্দ উল্লসিত শোভাযাত্রা কর্মসূচী পালনের মধ্যেদিয়ে দিনটি অতিবাহিত করেছে।
আয়োজনকারি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ মাতামুহুরী সরকারি ডিগ্রী কলেজ, লামা ইসলামীয়া সিনিয়র মাদ্রাসা, লামা সরকারি উচ্চ বিদ্যালয়, লামামূখ উচ্চ বিদ্যালয়, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, হলিচাইল্ড পাবলিক স্কুল,মর্ডাণ হাই স্কুল এ আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়।এছাড়া পৃথকভাবে পুলিশ প্রশাসন,আনসার ভিডিপি, ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয়, আজিজনগর উচ্চবিদ্যালয় ও কলেজ, সরই উচ্চ বিদ্যালয়, ফাইতং উচ্চ বিদ্যালয়, রুপসীপাড়া উচ্চ বিদ্যালয় ও কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ এবং কোয়ান্টাম ফাউন্ডেশন আনন্দ শোভাযাত্রা বের করে।
এ উপলক্ষ্যে শনিবার (২৫ জুন) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেতু উদ্বোধনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রতিষ্ঠানে অধ্যয়নরত সহস্রাধিক শিক্ষার্থীর সামনে প্রদর্শন করা হয়। এরপর সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মীদের সমন্বয়ে এক আনন্দ র্যালি বের করা হয়। স্কুল ক্যাম্পাস থেকে শুরু হওয়া র্যালিটি নিকটস্থ বাজার সহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এতে দুই সহস্রাধিক ছাত্র-শিক্ষক-কর্মী ও এলাকাবাসী অংশ গ্রহণ করেন। র্যালিটিকে আরো বর্ণাঢ্য করতে স্কুলের সুদক্ষ ব্যান্ড দলের ছিল বিশেষ পরিবেশনা।
এদিকে সেতু উদ্বোধন বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ কর্তৃপক্ষ। এ আয়োজন সম্পর্কে স্কুল ও কলেজের প্রধানগণ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণান্ত প্রয়াসে পদ্মা সেতু আজ আমাদের সামনে ‘আমরা পারি’ -এ সত্যের বাস্তবতা। আমাদের দেশ পদ্মা সেতুর মতো মহা-চ্যালেঞ্জের কাজ সম্পন্ন করেছে নিজের অর্থায়নে। দেশের প্রধান যদি পারে তাহলে শিক্ষার্থীদেরও নিজের পায়ে দাঁড়িয়ে দেশকে আরো উন্নত করার স্বপ্ন দেখতে হবে।’#