আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ বদলগাছীর নালুকাবাড়ি আশ্রয়ণ প্রকল্পে গভীর রাতে ১ বাড়িতে আগুন লেগে ৩ গরুসহ বাড়ির মালিক আলেক উদ্দিন (৬৫) দগ্ধ হয়েছে। তাকে আশঙ্কা জনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে উপজেলার নালুকাবাড়ি আশ্রয়ণ প্রকল্পে। আশ্রয়ণ প্রকল্পের সিদ্দিক জানায় শুক্রবার রাতে ঘরে কয়েল জ¦ালিয়ে সবাই ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ২টার দিকে ঘরের ভিতর দাউ দাউ করে আগুন জ¦লে উঠে। এ সময় আলেকের স্ত্রী ২ সন্তান নিয়ে বেড়িয়ে যায়। গরু জ¦লছিল আগুনে। গরুকে বাঁচাতে গিয়ে আলেক নিজেও মারাত্মক ভাবে দগ্ধ হয়ে পড়ে। তাদের আর্তচিৎকারে আশ্রয়ণের অন্যান্য পরিবারের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে। অগ্নিদগ্ধ আলেককে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে প্রথমে বদলগাছী স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে না হওয়ায় রাতেই রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। বাড়ির মালামাল সব পুড়ে যায়। দগ্ধ গরুর মধ্যে ১টি মারা যায়, দুটি অগ্নিদগ্ধ যন্ত্রনায় ছটফট করছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক জানান তিনি দগ্ধ গরু দুটিকে চিকিৎসাসহ ঔষধপত্র দেন এবং তিনি সব সময় খেয়াল রাখবেন বলে জানান। ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয় এবং উপজেলা পিআইও অফিস থেকে কম্বল ও শুকনা খাবার দেওয়া হয় বলে প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মইনুল ইসলাম জানান। ধারনা করা হচ্ছে মশা তারানো কয়েল অগ্নিকান্ডের সুত্রপাত।