এস.এম. সাইফুল ইসলাম কবির: ‘শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ ক্যাম্পাস থেকে অনুষ্ঠিত র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল সাড়ে ১০ টায় কলেজ শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াদ হাসান।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন লতিফিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. রুহুল আমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ বাকি বিল্লাহ, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সহকারী অধ্যাপক ছবীর আহমেদ আখন্দ, সহকারী অধ্যাপক শাশ্বতী পাল, প্রভাষক এমদাদুল হক, প্রভাষক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, প্রভাষক প্রবীর কুমার নাথ, প্রভাষক মো. জহিরুল ইসলাম, সুপার আব্দুস সালাম, মো. শাহাদাত হোসেন, প্রধান শিক্ষক মো.ইউনুস আলী , হারুন অর রশিদ, শিক্ষক হরিচাঁদ কুন্ডু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন।
বক্তরা বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। এটা এখন শিক্ষকদের একটি ন্যায্য দাবি । শিক্ষকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। ##
ঠাকুরগাঁওয়ে ধর্ষন, ছিনতাই, ডাকাতি বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল/বিক্ষোভ
ঠাকুরগাঁওয়ে ধর্ষন, ছিনতাই, ডাকাতি বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল/বিক্ষোভ জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ‘ধর্ষণের সংখ্যা বাড়ার আগেই ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করুন’ এই স্লোগানকে সামনে রেখে শহর জুড়ে প্রতিবাদ মিছিল করেছে শিক্ষর্থীরা। আজ দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় জেলা স্কুল থেকে এই প্রতিবাদ মিছিল বের করে ঠাকুরগাঁওয়ের সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি শহরের চৌরাস্তা মোড় হয়ে কালিবাড়ী সরকারি বালিকা বিদ্যালয় দিয়ে ফিরে এসে জেলা প্রশাসকের অফিসের সামনে বিক্ষোভ করে। কণ্ঠে তাদের উচ্চারিত হয়, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। বিক্ষোভে শিক্ষার্থীরা দেশে আসংকাজন হারে ধর্ষন, ছিনতাই, ডাকাতি বেড়ে যাওয়ায় উদ্বেক প্রকাশ করে শ্লোগান দেয়। দেশের এই আইন শৃংখলার পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেকে আসামীদের দ্রুত বিচার ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানায়। মিছিলে সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।