বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের ঘোষণা করেছেন। তারপরও নাকি একই হোটেলে থাকছেন ধানুষ এবং ঐশ্বরিয়া। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর মানলে, হায়দরাবাদের সিতারা হোটেলে থাকছেন দু’জনে। রামোজি ফিল্ম সিটির অন্দরেই রয়েছে হোটেলটি।
শোনা গিয়েছে, কাজের জন্যই এক হোটেলে রয়েছেন ধানুষ এবং ঐশ্বর্যা। একটি সিনেমার শুটিং করছে দক্ষিণী তারকা। আর ঐশ্বর্যা করছেন মিউজিক ভিডিওর কাজ। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যা। একাধিক সিনেমা পরিচালনা করেছেন তিনি। ২০০৪ সালে ঐশ্বর্যকে বিয়ে করেন ধানুষ।
শোনা যাচ্ছে, বিচ্ছেদের কথা জানালেও এখনও আইনি ডিভোর্স হয়নি ধানুষ ও ঐশ্বর্যর। আর সেকথা ভাবছেন না দু’জন। কারণ দুই ছেলে রাজা ও লিঙ্গা। তাদের কথা ভেবেই আইনি পথে আলাদা না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দাক্ষিণাত্যের দুই তারকা। একসঙ্গে ছেলেদের সমস্ত দায়িত্ব তারা পালন করতে চান। এমন পরিস্থিতিতেই আবার ধানুষের বাবা দাবি করেন, তার ছেলে ও পুত্রবধূর ডিভোর্স হয়নি। এই ঝামেলা আসলে পারিবারিক ঝগড়ার কারণে হয়েছে বলে মত তার।