বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জুয়েল ॥ দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। সকাল সাড়ে ১০টায় উপজেলা ক্যাম্পাস হতে জাতীয় মহিলা সংস্থা, পল্লীশ্রী, ব্যাক, ইএসডিও ও স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমুহের অংশ গ্রহনে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা হলরুমে ইউএনও ছন্দা পাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী, উপজেলা ভ্যাটেনারী র্স্জন ডাঃ সোয়ায়বা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হনুফা বেগম প্রমুখ। এসময় ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সহায়তা কর্মকর্তা মোঃ নাসিরুল ইসলাম, পল্লীশ্রীর প্রোগ্রাম ম্যানেজার শাহিন আক্তার, ইএসডিওর উপজেলা ম্যানেজার অরুন চন্দ্রশীলসহ নারী সংগঠন সমুহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জয়িতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলেদেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
ক্যাপশনঃ দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
পার্বতীপুর জামায়াতের মোটরসাইকেল শোডাউন ও মিছিল
মোঃ রুকুনুজ্জামান (পার্বতীপুর) দিনাজপুরঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার উদ্যোগে কর্মী সম্মেলন-২০২৫ সফল করার লক্ষ্যে জামায়াতে ইসলামী পার্বতীপুর শাখার উদ্যোগে...