মানবিকতা!!!!
ছবিতে যাকে দেখতে পাচ্ছেন এই মহিলার নাম হেলেনা ব্রিকস। এই বাস্তব ঘটনাটি ঘটেছে আমেরিকার কলোরাডো ষ্টেট এ। হেলেনা একটি সুপার মার্কেট থেকে চুরি করার সময় ধরা পরে। পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য আসে।
পুলিশ হেলেনাকে জিজ্ঞেস করল, আপনি কি চুরি করেছেন? হেলেনা বললেন…. আমার বাচ্চাদের বাবা নেই। আমিও খুব দরিদ্র ও অসুস্থ। আমার বাচ্চাদের খাবার কিনে দেবার মতো অর্থ বর্তমানে নেই। এখন আমি বাধ্য হয়ে আমার ক্ষুধার্ত শিশুদের খাওয়ানোর জন্য বিস্কিট, জেলি এবং রুটি চুরি করেছি।
পুলিশ অফিসার তাকে সুপারমার্কেটের ম্যানেজারের কাছে নিয়ে গেলেন এবং হেলেনার বাচ্চাদের খাওয়ানোর জন্য অনেক রকম খাবার কিনে দিলেন। পুলিশের গাড়িতে করে অসুস্থ হেলেনাকে তার বাড়িতে পৌছে দিয়ে আসলেন।
মিস হেলেনা কাঁদতে লাগল এবং পুলিশ অফিসারকে জিজ্ঞেস করল, “স্যার, এতো খাবার এটা আমার জন্য খুব বেশি হয়েছে…”।
পুলিশ অফিসার জবাব দিলেন, “কখনও কখনও আমাদের আইন প্রয়োগ করা উচিত নয় বরং মানবতা প্রয়োগ করতে হয়! কেননা আইন কখনোই মানবতার উর্ধ্বে নয়।”