মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে চুলার আগুনে ১৭ পরিবারের ১৮ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত সাড়ে ১২ টার সময় উপজেলার মিঠানালা ৭ নং ওয়ার্ডের পূর্ব মলিয়াইশ গ্রামের কাজিম উদ্দিন হাজ্বী বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট, সামাজিক সংগঠন দুর্বারের সদস্য ও স্থানীয়রা এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো সবুজ, হারুন, সাইফ উদ্দিন, জামসেদ আলম মোবারক, সেলিম, নজরুল, ফখরুল, মামুন, রনি, রিফাত হোসেন, নাছির, আলা উদ্দিন, সাইফুল ইসলাম, নুরের ছাপা, নুর ইসলাম, ওলি আহম্মদ ও আবদুল খালেক।
জানা গেছে, রবিবার রাত সাড়ে ১২ টার সময় মামুনের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই বাড়ির ১৭ পরিবারের নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, ফ্রিজ, জায়গাজমির কাগজপত্রসহ প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরণের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মামুন বলেন, আমার একটি গরুর খামার আছে। গরুর জন্য ঋণ নেওয়া নগদ ৭ লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এখন বুঝতেছিনা কি করে ঋণের টাকা পরিশোধ করবো।
আরেক ক্ষতিগ্রস্থ জামসেদ আলম বলেন, জায়গার বাউন্ডারি দেওয়ার জন্য ৫০ হাজার টাকা ব্যাংক থেকে তুলে ঘরে রেখিছলাম। নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে আমার ক্ষতি হয়েছে।
দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন বলেন, আমাদের সংগঠনের সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরাসহ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কিন্তু ততক্ষণে ওই বাড়ির ১৭ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও আনুষাঙ্গিক জিনিসপত্র ব্যবস্থা করা হচ্ছে।
মিঠানালা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য আজিম হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি আমি চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি। ইউনিয়ন পরিষদ থেকে তাদের সহযোগিতা করা হবে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে আমাদের ২ টি ইউনিট গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। অসচেতনতা এবং তীব্র তাপদাহের কারণে অনেকেই রাতে রান্না করতেছেন। এতে করে একের পর অগ্নিকান্ডের ঘটনা ঘটছে।
আন্তর্জাতিক আইন লঙ্ঘন দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দিলো বিএসএফ
লালমনিরহাট: পাটগ্রাম উপজেলার দহগ্রামে সীমান্তের শূন্যরেখার মধ্যে আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে বিএসএফ...