মিরসরাই প্রতিনিধি
গুণগত মানের শিক্ষাদান ও আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মধ্যম জামালপুর গ্রামে জামালপুর দারুননাজাত মাদরাসার উদ্বোধন হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকালে মাদরাসা হলরুমে উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বই বিতরণ করা হয়। উদ্বোধন হওয়া এই মাদরাসায় প্রাথমিকভাবে প্লে থেকে নূরানী তৃতীয় পর্যন্ত পাঠদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান জামালপুর দারুননাজাত মাদরাসার সভাপতি মোহাম্মদ নুরুল করিমের সভাপতিত্বে এবং খন্দকার জামে মসজিদের ঈমাম জহিরুল আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুফিয়া নূরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামী। এসময় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জামালপুর আজিজিয়া হাফিজুল উলুম মাদরাসা ও এতিমখানার পরিচালক মাওলানা মকছুদ আহম্মদ, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়ব, সুফিয়া নূরিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক সিরাজী, মাদবারহাট ইসলামিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সাইফুল ইসলাম, জামালপুর খন্দকার জামে মসজিদের সাবেক খতিব ও ঈমাম মাওলানা সাইফুল ইসলাম, খন্দকার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বসির আহম্মদ, আবু বকর সিদ্দিক (রা:) জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসাইন, জামালপুর কলিজান বিবি খন্দকার জামে মসজিদের খতিব মাওলানা ডা. নুর নবী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, সাবেক যুগ্ম আহবায়ক কামরান সরোয়ার্দী, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন প্রমুখ। সুফিয়া নূরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামীর দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে মাদরাসার উদ্বোধন করা হয়। এসময় মাদরাসায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার কোন বিকল্প নেই। নুরানী শিক্ষা পদ্ধতি একটি আধুনিক শিক্ষা পদ্ধতি। তাই আপনার সন্তানকে ইসলামী জ্ঞানে সুশিক্ষিত করে তুলতে অন্তত নুরানী শিক্ষাকে বাধ্যতামূলক করুন। নুরানী শিক্ষা পদ্ধতি পরিকল্পিত পদ্ধতিতে পবিত্র কুরআন মাজিদ ও দ্বীনি শিক্ষার পাশাপাশি বাংলা, অংক, ইংরেজী তথা জেনারেল শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী ও সময়ের সেরা শিক্ষা ব্যবস্থাপনায় শিশুর প্রাথমিক শিক্ষার ভীত হবে অসাধারণ।
আন্তর্জাতিক আইন লঙ্ঘন দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দিলো বিএসএফ
লালমনিরহাট: পাটগ্রাম উপজেলার দহগ্রামে সীমান্তের শূন্যরেখার মধ্যে আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে বিএসএফ...