মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নে দিদারুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৩ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সাহেরখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গজারিয়া গ্রামের গণি আহম্মদ মুহুরী বাড়ির কৃতি সন্তান শিল্পপতি এ.এস গ্রুপের পরিচালক ও দিদারুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দিদারুল ইসলাম অসহায় ও হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী। এসময় এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিদারুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দিদারুল ইসলাম বলেন, ব্যবসার পাশাপাশি সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি চাই আমাদের সমাজের যারা কিছুটা অভাবগ্রস্থ তারাও যেন ভালোভাবে রোজা রাখতে পারে এবং ভালোভাবে ইফতার করতে করতে। সেই লক্ষ্যে আমার এই ক্ষুদ্র উদ্যোগ। ভবিষ্যতে এই সহায়তার পরিধি আরো বৃহৎ আকারে করার চেষ্টা করবে। ইনশাল্লাহ।
চরমোনাই পির এবার ইসলামি দলগুলো মিলে একটা বাক্স কেন্দ্রে পাঠাবে
বরিশাল: আগামী নির্বাচনে ইসলামি দলগুলো মিলে একটা বাক্স কেন্দ্রে পাঠাবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি...