যশোরে হার্ট ফেইলিউর ক্লিনিকের যাত্রা শুরু।
জীবন আচার্য্য যশোর থেকে –
চিকিৎসা সেবায় আরো একধাপ এগিয়ে,যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হার্ট ফেইলিউর ক্লিনিকের যাত্রা শুরু হয়েছে।গতকাল জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বারডেম হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী কর্মকর্তা (সিইও) ও কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. এম এ রশিদ। সদ্য হাসপাতালে চালু হওয়াএই ক্লিনিক প্রাথমিকভাবে হার্ট ফেইলিউর রোগীদের অবস্থা, তীব্রতা, চিকিৎসার অগ্রগতি ও জীবনযাত্রার মান মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিন ক্লিনিকের উদ্বোধন শেষে হাসপাতালের মিলনায়তন কক্ষে হৃদরোগের ওপর বৈজ্ঞানিক সেমিনার হয়। তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এন্ড রিচার্স ইনস্টিটিউটের নির্বাহী কর্মকর্তা (সিইও) ও কার্ডিওলজি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. এম এ রশিদ।এবং বিশেষ অতিথি উপস্থিত ছিলেন (বিএমএ) এর যশোর জেলা শাখার সভাপতি ডা. এ কে এম কামরুল ইসলাম বেনু, সাধারণ সম্পাদক ডা. এমএ বাশার, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা.এএইচএম আহসান হাবিব ও বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন।সেমিনারে কার্ডিয়াক ফেইলিউর রোগীদের চিকিৎসায় করণীয় ও নানা তথ্য ভিডিও প্রজেক্টরে মাধ্যমে উপস্থাপন করা হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ডা. এম এ রশিদ বলেন, হৃদরোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এমতাবস্থায় হার্ট ফেইলিউর ক্লিনিকের গুরুত্ব অপরিসীম। এখানে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডাক্তারদের আন্তরিকতা থাকতে হবে। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, রোগীর হার্ট ফেইলিউর মনে হলে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাকে সংশ্লিষ্ট ক্লিনিকে পাঠিয়ে দিতে হবে। কেননা অনেক চিকিৎসক মনে করেন রোগীকে হার্ট ফেইলিউর ক্লিনিকে পাঠালে সেখান থেকে তার কাছে আর ফিরে আসবে না। এতে তার ব্যক্তিগত বাণিজ্য কমে যাবে। এমন চিন্তাচেতনা পরিহার করতে হবে।হার্ট ফেইলিউর ক্লিনিক পরিচালনাকারী ডা. তৌহিদুল ইসলাম জানান, করোনারি কেয়ার ইউনিটের নিচ তলায় ৯ নম্বর কক্ষে প্রতি মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত হার্ট ফেইলিওর রোগীদের চিকিৎসা প্রদান করা হবে। এই ক্লিনিকের মাধ্যমে রোগীরা চিকিৎসার সুফল পাবেন।
Post Views: 148